তুরস্কের উত্তর কৃষ্ণ সাগর অঞ্চলে আকস্মিক বন্যায় ৪৪ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এছাড়া ভয়াবহ এ বন্যায় অসংখ্য লোক এখনও নিখোঁজ আছে। প্রচণ্ড ঝড়ো বাতাসের কারণে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।
শনিবার বার্তাসংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, বন্যা কবলিত বজকার্ত শহরে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। সেখানে জরুরি উদ্ধারকর্মীরা ভেঙে পড়া ভবনগুলোতে নিখোঁজদের অনুসন্ধান করছে।
তুরস্কের দুর্যোগ ও জরুরি ব্যবস্থাপনা অধিদপ্তর (এএএফএডি) জানিয়েছে, বজকার্তসহ কাস্তামনু জেলায় বন্যায় অন্তত ৩৬ জনের প্রাণহানি হয়েছে এবং সিনোপ ও বার্তিনে আরও সাত জন মারা গেছে।
আশঙ্কা করা হচ্ছে, সোলেন নদীর তীরে একটি ধসে পড়া ভবনের ভেতরে অন্তত ১০ জনের মরদেহ আটকে আছে।
বন্যার পানির স্রোতে বেশ কয়েকটি অ্যাপার্টমেন্ট ব্লকের ফাউন্ডেশন ভেসে গেছে বলেও আশঙ্কা করা হচ্ছে।
আপনার মূল্যবান মতামত দিন: