রাহুল গান্ধীর অ্যাকাউন্ট খুলে দিল টুইটার

সময় ট্রিবিউন | ১৪ আগষ্ট ২০২১, ২৩:৩৪

রাহুল গান্ধী-ফাইল ছবি

অবশেষে ভারতের কংগ্রেস নেতা রাহুল গান্ধীর সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটার অ্যাকাউন্ট খুলে দেয়া হয়েছে। সেই সঙ্গে কংগ্রেসের নিজস্ব টুইটার হ্যান্ডল ও অন্য কংগ্রেস নেতা, যাঁদের অ্যাকাউন্ট লক করা হয়েছিল তাঁদের অ্যাকাউন্টও চালু করা হয়েছে।

কংগ্রেসের পক্ষ থেকে এক টুইট বার্তায় এ তথ্য জানানো হয়েছে।

এর আগে দিল্লিতে ধর্ষণের পর হত্যার শিকার ৯ বছরের এক শিশুর পরিবারের ছবি প্রকাশের অভিযোগে রাহুল গান্ধীসহ কংগ্রেসের বেশ কয়েকজন নেতার অ্যাকাউন্ট স্থগিত করে টুইটার কর্তৃপক্ষ।

এ বিষয়ে ব্যবস্থা নিতে ৪ঠা আগস্ট টুইটারকে চিঠি দিয়েছিল দেশটির জাতীয় শিশু অধিকার রক্ষা কমিশন। এর পরই রাহুল গান্ধীর অ্যাকাউন্ট বন্ধ করা হয়।

একই অভিযোগে দেশটির ফেসবুক প্রধানকে তলব করেছে কমিশন।

ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে ওই শিশুর পরিবারের ছবি প্রকাশ করায় ব্যবস্থা নিতে ফেসবুককেও চিঠি দেয় তারা। সেই প্রেক্ষিতে রাহুল গান্ধীর বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হয়েছে, তা জানার জন্যই ফেসবুক প্রধানকে তলব করা হয়েছে।



আপনার মূল্যবান মতামত দিন:


জনপ্রিয় খবর