যৌন হয়রানির অভিযোগ প্রমাণিত হওয়ায় যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক অঙ্গরাজ্যের গভর্নর অ্যান্ড্রু কুমো পদত্যাগ করেছেন। যৌন হয়রানির অভিযোগে নিউইয়র্কের তৃতীয় গভর্নর হিসেবে পদ হারালেন কুমো।
বুধবার বিবিসির প্রতিবেদনে বলা হয়, তার বিরুদ্ধে তদন্তে ১১ নারীকে যৌন হয়রানির তথ্য প্রমাণিত হয়েছে।
তবে, কুমো শুরু থেকেই যৌন হয়রানির দাবি অস্বীকার করে আসছেন। তিনি বলেন, 'আমার এখন পদ থেকে সরে যাওয়াটাই উত্তম কাজ হবে।'
এর আগে, প্রেসিডেন্ট জো বাইডেনসহ ডেমোক্রেট সদস্যরা কুমোকে পদত্যাগের আহ্বান জানান।
আগামী ১৪ দিনের মধ্যে তার পদত্যাগ কার্যকর হবে। কুমোর পদত্যাগ কার্যকর হওয়ার পর প্রথম নারী হিসেবে নিউইয়র্কের গভর্নর হবেন লেফটেন্যান্ট গভর্নর ক্যাথি হোচুল।
এই বিভাগের অন্যান্য খবর
জনপ্রিয় খবর
আপনার মূল্যবান মতামত দিন: