একটি বিলাসবহুল গাড়ির ছাদে দাড়ি দিয়ে বাঁধা হয়েছে এক তরুণীকে। তরুণীর মুখ আটকানো সেলোটেপ দিয়ে ও এক হাত হ্যান্ডকাফে আটকানো। হ্যান্ডকাফের আরেক অংশে রয়েছে গাড়িতে বসা তরুণের হাত। এভাবেই প্রেমিকার ভালোবাসার পরীক্ষা নিয়েছেন এক যুবক।
গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, রাশিয়ার সোশ্যাল ইনফ্লুয়েন্সার সের্গেই কোসেনকো ‘প্রেমের পরীক্ষা’ নেওয়ার ওই ভিডিওটি নিজেই ইনস্টাগ্রামে পোস্ট করেছেন।
ওই পোস্টের কমেন্ট সেকশনে সের্গেই বিষয়টি ব্যাখ্যা করে বলেছেন, ওই স্টান্টটি শুধুমাত্র ট্রাস্ট টেস্ট বা বিশ্বস্ততার পরীক্ষার জন্যই করা হয়েছে। অনেক যুগল বিভিন্নভাবে বিশ্বস্ততার পরীক্ষা নিয়ে থাকেন বলেও কমেন্ট জানান তিনি।
হতভম্ব নেটিজেনরা ওই ভিডিও দেখে ভীষণ ক্ষেপেছেন। নানা নেতিবাচক মন্তব্যে ভরে গেছে পোস্টের কমেন্ট সেকশন।
এদিকে, ওই ভিডিওতে ব্যবহৃত বিলাসবহুল গাড়িটি ভাড়া নেওয়া হয়েছিল বলে প্রাথমিক তদন্তে জানতে পেরেছে পুলিশ। এই ঘটনার তদন্ত শুরু করেছে মস্কো স্টেট ট্রাফিক পরিদর্শকরা। ইনস্টাগ্রামে পোস্ট করা ওই ভিডিওর সত্যতা খতিয়ে দেখছে তারা।
আপনার মূল্যবান মতামত দিন: