নরেন্দ্র মোদীর উপহারের ৩০টি অ্যাম্বুলেন্স ঢাকার পথে

সময় ট্রিবিউন | ৬ আগষ্ট ২০২১, ০৪:৪০

ছবিঃ সংগৃহীত

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপহারের ৩০টি অ্যাম্বুলেন্স প্রেটাপোল সীমান্তে পৌঁছেছে।বেনাপোল স্থল শুল্ক চেকপোস্টে ছাড়পত্র পাওয়ার পর এগুলো শিগগিরই ঢাকার উদ্দেশে রওয়ানা হবে।

বৃহস্পতিবার (৫ আগস্ট) ঢাকার ভারতীয় হাইকামিশন এ তথ্য জা‌নি‌য়ে‌ছে। হাইক‌মিশন জানায়, চল‌তি বছ‌রের মা‌র্চে ভার‌তের প্রধানমন্ত্রী ন‌রেন্দ্র মো‌দি বাংলাদেশ সফরকালে কোভিড-১৯ মহামারি মোকাবিলার যৌথ প্রচেষ্টায় বাংলাদেশ সরকারকে ১০৯টি লাইফ সাপোর্ট অ্যাম্বুলেন্স উপহার দেওয়ার ঘোষণা করেছিলেন। সেই প্রতিশ্রুতি পূরণে ৩০টি অ্যাম্বুলেন্স এখন পেট্রাপোলে এসেছে। 

 উপহারের বাকি অ্যাম্বুলেন্সগুলো সেপ্টেম্বরের শেষ দিকে পর্যায়ক্রমে বাংলাদেশে আস‌বে বলে আশা করা যাচ্ছে। এই অ্যাম্বুলেন্সগুলো কোভিড মহামারি মোকাবিলায় বাংলাদেশ সরকারের ব্যাপক প্রচেষ্টাকে সমর্থন করার উদ্দেশ্যে প্রদান করা হয়েছে।



আপনার মূল্যবান মতামত দিন:


জনপ্রিয় খবর