চীনের কয়লা খনিতে আটক ২১ শ্রমিক: নিখোঁজ ৯

সময় ট্রিবিউন | ১২ এপ্রিল ২০২১, ০২:১৫

প্রতীকী ছবি।

চীনের শিনজিয়াং অঞ্চলের একটি কয়লা খনিতে প্লাবনের ফলে ২১ শ্রমিক আটকা পড়েছেন। তাদের ১২ জনের অবস্থান শনাক্ত করা গেলেও নয় জন নিখোঁজ বলে জানিয়েছে বার্তা সংস্থা সিনহুয়া।

শনিবার স্থানীয় সময় সন্ধ্যা ৬ টায় শিনজিয়াংয়ের হুতুবি কাউন্টির একটি খনি আংশিক প্লাবিত হলে সেখানকার বিদ্যুত্ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। তখন খনিতে ২৯ শ্রমিক কাজ করছিলেন। আট জন শ্রমিককে তাৎক্ষনিকভাবে উদ্ধার করা হলেও বাকিরা আটকা পড়ে।

আটক ১২ শ্রমিকের অবস্থান শনাক্ত করা হয়েছে। বাকি নয়জন নিখোঁজ রয়েছেন। অবস্থান শনাক্তকারীদের উদ্ধার সম্ভব। নিখোঁজ নয় শ্রমিকের অবস্থান খুঁজে বের করার চেষ্টা চলছে বলে জানিয়েছে চীনের রাষ্ট্রায়ত্ত গণমাধ্যম গ্লোবাল টাইমস।

বিশ্বের মধ্যে চীনের খনিগুলোতেই সবচেয়ে বেশি দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

জানুয়ারিতে চীনের শ্যানডং প্রদেশের একটি সোনার খনিতে বিস্ফোরণে ১০ শ্রমিকের মৃত্যু হয়। এর আগে ডিসেম্বরে চংকিং শহরের কাছে আরেকটি খনিতে আটকে পড়া ২৩ শ্রমিকের মৃত্যু হয়েছিল।



আপনার মূল্যবান মতামত দিন:


জনপ্রিয় খবর