আফগানিস্তানের নূরিস্তান প্রদেশে প্রবল বন্যায় ১৫০ জন মারা গেছে। আকস্মিক এ বন্যায় কমপক্ষে একশ ঘর বিধ্বস্ত হয়েছে। বানের পানি ও কাঁদামাটিতে চাপা পড়ে হতাহতের ঘটনা ঘটে।
বৃহস্পতিবার তুরস্কের সংবামাধ্যম টিরটি তাদের খবরে জানিয়েছে, পাহাড়ের পাদদেশে থাকা বহু ঘর-বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। নিখোঁজদের সন্ধানে এখনও তল্লাশি চালাচ্ছে গ্রামবাসী।
আফগানিস্তানের নূরিস্তান প্রদেশ তালেবান শাসিত। সেখানে তালেবানের শাসন কায়েম থাকায় আফগান সরকারের কার্যক্রম নেই বললেই চলে। এতে করে কোন ধরনের উদ্ধার তৎপরতা চালাতে পারেনি দেশটির সরকার।
এ বিষয়ে প্রাদেশিক গভর্নরের মুখপাত্র মোহাম্মদ সৈয়দ মোহাম্মদ জানান, পাহাড়ি ঢলের পানি তারদেশ গ্রামের শতাধিক ঘরে ঢুকে পড়ে। ক্ষতিগ্রস্ত অনেক পরিবার পার্শ্ববর্তী কুনার অঞ্চলে আশ্রয় নিয়েছেন।
উদ্ধার কাজের সুযোগ দিতে তালেবানের প্রতি অনুরোধ জানিয়েছে নূরিস্তানের সরকার। তালেবান বলছে, এই এলাকায় মানবাধিকার সংস্থাগুলোকে প্রবেশের সুযোগ দেওয়া হয়েছে। এছাড়া নিজেরাও উদ্ধারকাজ চালিয়ে যাচ্ছে বলে জানিয়েছে গোষ্ঠীটি।
আপনার মূল্যবান মতামত দিন: