ভারতে আবারও বাড়ছে করোনার সংক্রমণ

সময় ট্রিবিউন | ২৮ জুলাই ২০২১, ২২:০৮

ছবিঃ সংগৃহীত

ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরিসংখ্যান অনুসারে, গত ২৪ ঘণ্টায় দেশটিতে নতুন করে আক্রান্ত হয়েছেন ৪৩ হাজার ৬৫৪ জন। এ নিয়ে ভারতে মোট আক্রান্তের সংখ্যা হলো ৩ কোটি ১৪ লাখ ৮৪ হাজার ৬০৫ জন। প্রায় ৪ মাস পর মঙ্গলবার (২৭ জুলাই) ৩০ হাজারের নিচে নেমেছিল দৈনিক আক্রান্ত। সংক্রমণ বাড়ায় ভারতে সক্রিয় রোগীর সংখ্যাও বেড়েছে। এখন ভারতে সক্রিয় রোগী রয়েছেন ৩ লাখ ৯৯ হাজার ৪৩৬ জন।

দেশের দৈনিক সংক্রমণের অর্ধেকই হয়েছে কেরালায়। গত ২৪ ঘণ্টায় সেখানে আক্রান্ত হয়েছেন ২২ হাজার ১২৯ জন। মহারাষ্ট্রে তা সাড়ে ৬ হাজারের কম। তামিলনাড়ু (১৭৬৭), অন্ধ্রপ্রদেশ (১৫৪০), কর্নাটকে (১৫০১) আগের তুলনায় নিয়ন্ত্রণে রয়েছে সংক্রমণ। তবে উত্তর-পূর্ব ভারতের অধিকাংশ রাজ্যের সংক্রমণ পরিস্থিতি এখনও লাগামছাড়া।

এছাড়া সংক্রমণের পাশাপাশি বেড়েছে মৃত্যুর সংখ্যাও। গত ২৪ ঘণ্টায় ভারতে মৃত্যু হয়েছে ৬৪০ জনের। এই মহামারিতে দেশটিতে এখন পর্যন্ত প্রাণ হারিয়েছেন ৪ লাখ ২২ হাজার ২২ জন। কেরালায় নিয়মিত দৈনিক মৃত্যু দেড়শোর কাছাকাছি থাকে। তবে গত ২৪ ঘণ্টায় মহারাষ্ট্রে মৃত্যু আড়াইশ ছাড়িয়েছে। ওডিশায় গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৬০ জনের। বাকি সব রাজ্যেই দৈনিক মৃত্যু ৫০-এর নিচে।

 



আপনার মূল্যবান মতামত দিন:


জনপ্রিয় খবর