আস্থাভোটে নেপালের নতুন প্রধানমন্ত্রীর জয়

আন্তর্জাতিক ডেস্ক | ১৯ জুলাই ২০২১, ২১:১৩

ছবি: ইন্টারনেট

নেপালের নতুন প্রধানমন্ত্রী শের বাহদুর দেউবা দেশটির পার্লামেন্টে আস্থা ভোটে জয়লাভ করেছেন। রোববার পার্লামেন্টের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদে অনুষ্ঠিত আস্থাভোটে অর্ধেকের বেশি সদস্য প্রধানমন্ত্রী পদে তাকে অনুমোদন দেন।

এর আগে চারবার নেপালের প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করা ৭৫ বছর বয়সী এই রাজনীতিবিদের পক্ষে ১৬৫ সদস্য ভোট দেন। অপরদিকে তার বিপক্ষে ভোট দেন ৮৩ সদস্য।

ক্ষমতা গ্রহণের পর প্রাথমিকভাবে করোনাভাইরাস সংক্রমণ মোকাবিলায় দায়িত্বের মুখোমুখি হচ্ছেন তিনি। গত ফেব্রুয়ারিতে প্রথম সংক্রমণ শনাক্তের পর জরিপ সংস্থা ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুসারে বাংলাদেশ সময় সোমবার দুপুর সাড়ে ১২টা পর্যন্ত দেশটিতে ছয় লাখ ৬৭ হাজার এক শ' নয়জন করোনাভাইরাস সংক্রমণে আক্রান্ত হয়েছেন। ভাইরাস সংক্রমণে মৃত্যু হয়েছে নয় হাজার পাঁচ শ' ৫০ জনের।

অপরদিকে দেশটির মোট তিন কোটি জনসংখ্যার চার ভাগেরও কম লোক ভাইরাস প্রতিরোধে টিকা নিয়েছেন।

নির্বাচিত হওয়ার পর পার্রামেন্টে ভাষণে দেউবা বলেন, 'করোনা মোকাবিলা করায় নতুন সরকারের প্রথম গুরুত্ব থাকবে।'

আগামী তিন মাসের মধ্যে নেপালের এক তৃতীয়াংশ মানুষ ও আগামী বছর এপ্রিলের মধ্যে দেশটির সকল অধিবাসীকে টিকার আওতায় নিয়ে আসার প্রত্যয় জানান তিনি।

এর আগে ১২ জুলাই নেপালের সুপ্রিম কোর্ট গত মে মাসে ভেঙে দেয়া পার্লামেন্ট বহালের আদেশ দেন। সুপ্রিম কোর্ট একইসাথে প্রধানমন্ত্রীর পদে থাকা কে পি শর্মা ওলির পরিবর্তে দেউবাকে দায়িত্ব গ্রহণের আদেশ দেন।

সূত্র : রয়টার্স



আপনার মূল্যবান মতামত দিন:


জনপ্রিয় খবর