কিউবার রাজধানীতে সরকারবিরোধী বিক্ষোভ

নিউজ ডেস্ক | ১২ জুলাই ২০২১, ২০:৫৬

ছবিঃ সংগৃহীত

কিউবার রাজধানী হাভানায় সরকারবিরোধী বিক্ষোভে সংঘাতের ঘটনা ঘটেছে। এতে আহত হয়েছেন বেশ কয়েকজন।

স্থানীয় সময় রোববার, খাদ্য সংকট ও দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে হাভানার রাস্তায় নামে হাজার হাজার মানুষ। তাদের প্রতিহত করতে আগে থেকেই অবস্থান নেয় পুলিশ ও সরকার দলের সমর্থকরা।এ সময় উভয়পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম বিবিসি জানায়, সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, হাজার হাজার বিক্ষোভকারী করোনাভাইরাসের ভ্যাকসিন এবং গণতন্ত্রের দাবিতে স্লোগান দিচ্ছে। 

এসময়য় বিক্ষোভকারীরা 'স্বৈরতন্ত্রের পতন চাই' এবং ‘আমরা স্বাধীনতা চাই’ বলে স্লোগান দেন। এক বিক্ষোভকারী বলেন, বিদ্যুৎ এবং ওষুধ পাচ্ছি না আমরা। পরিস্থিতি নিয়ে আমরা চরম অসন্তুষ্ট।

এদিকে কিউবার প্রেসিডেন্ট দিয়াজ-ক্যানেল বিক্ষোভের জন্যে যুক্তরাষ্ট্র সমর্থিত দুর্বৃত্তদের দায়ী করেছেন। তবে বিদ্যুৎ সংকট রয়েছে বলে স্বীকার করে তিনি বলেন, জ্বালানি পরিস্থিতি সমস্যা সৃষ্টি করেছে। তবে বিক্ষোভের নামে পরিস্থিতি অস্থিতিশীল করা হচ্ছে দাবি করেন তিনি। এবং একে সহ্য করা হবে না বলে জানান তিনি।



আপনার মূল্যবান মতামত দিন: