সেরোজা নামের সাইক্লোনের ফলে দক্ষিণ-পূর্ব ইন্দোনেশিয়া এবং তিমুরে ১৫৭ জন মারা গেছেন। এখন পর্যন্ত এই দুই দেশে এখনো অনেক লোক নিখোঁজ রয়েছে। এতে হাজার হাজার মানুষ গৃহহীন হয়ে পড়েছে। মঙ্গলবার কর্তৃপক্ষ একথা জানিয়েছে।
ইন্দোনেশিয়ার দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থার বরাতে বার্তাসংস্থা এএফপি জানায়, তারা পূর্ব তিমুরের কাছে একটি প্রত্যন্ত দ্বীপপুঞ্জে ১৩০ জনের প্রাণহানির খবর পেয়েছে। এদিকে পূর্ব তিমুরে সরকারিভাবে ২৭ জনের মৃত্যুর কথা জানানো হয়েছে।
এর আগে গত জানুয়ারি মাসে ইন্দোনেশিয়ার জাভা প্রদেশে আকস্মিক বন্যায় ৪০ জনের মৃত্যু হয়। এছাড়া সেপ্টেম্বরেও ১১ জন মারা যান।
এই বিভাগের অন্যান্য খবর
জনপ্রিয় খবর
আপনার মূল্যবান মতামত দিন: