মহামারি করোনা ভাইরাসের কারণে বিপর্যস্ত ব্রিটেন লকডাউন তুলে নেয়ার ঘোষণা দিয়েছে। দেশটিতে আগামী সোমবার (১২ এপ্রিল) থেকে লকডাউন তুলে নেয়ার পর লকডাউন তুলে নেওয়ার ফলাফল কী হয় সেটি পরীক্ষা-নিরীক্ষা করা হবে।

১২ এপ্রিল থেকে লকডাউন তুলে নিচ্ছে ব্রিটেন

সময় ট্রিবিউন | ৬ এপ্রিল ২০২১, ২১:০৬

ব্রিটেনের প্রধানমন্ত্রী বরিস জনসন

মহামারি করোনা ভাইরাসের কারণে বিপর্যস্ত ব্রিটেন লকডাউন তুলে নেয়ার ঘোষণা দিয়েছে। দেশটিতে আগামী সোমবার (১২ এপ্রিল) থেকে লকডাউন তুলে নেয়ার পর লকডাউন তুলে নেওয়ার ফলাফল কী হয় সেটি পরীক্ষা-নিরীক্ষা করা হবে।

৫ এপ্রিল ডাউনিং স্ট্রিটে এক ব্রিফিংয়ে লকডাউন তুলে নেয়ার ঘোষণা জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী বরিস জনসন।-খবর বিবিসির

একই সঙ্গে বরিস জনশন বলেছেন, আমাদের খুব বেশি আত্মতুষ্টিতে ভোগার সুযোগ নেই। লকডাউন তুলে নেওয়ার ফলাফল কী হয় সেটি পরীক্ষা-নিরীক্ষা করা হবে। সেই সঙ্গে সম্ভব হলে আগামী ১৭ মে থেকে যুক্তরাজ্য আন্তর্জাতিক যোগাযোগও স্বাভাবিক করতে চায় বলেও জানান বরিস জনসন।

এদিকে বিশ্বের বিভিন্ন দেশে নতুন করে করোনার সংক্রমণের মাত্রা বাড়ছে। এর প্রেক্ষিতে বাংলাদেশসহ বেশ কিছু দেশের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা দিয়েছে ব্রিটেন।

এদিকে ওয়াল্ডওমিটারের পরিসংখ্যান অনুযায়ী এখন পর্যন্ত ব্রিটেনে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৪৩ লাখ ৬২ হাজার ১৫০ জন। এছাড়া ১ লাখ ২৬ হাজার ৮৬২ জন মানুষ করোনায় মৃত্যুবরণ করেছেন।



আপনার মূল্যবান মতামত দিন:


জনপ্রিয় খবর