ভূমধ্যসাগরে অভিবাসীদের নৌকায় লিবিয়ান কোস্টগার্ডের গুলি

সময় ট্রিবিউন | ২ জুলাই ২০২১, ২০:৫৯

ছবি: ইন্টারনেট

ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপে যাওয়ার সময় অভিবাসী বোঝাই একটি নৌকায় গুলি করার অভিযোগ উঠেছে লিবিয়ার কোস্টগার্ডের বিরুদ্ধে। এক ভিডিওতে মুহূর্তটি ধরা পড়ে বলে জানিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যম আল-জাজিরা।

জার্মানির বেসরকারি সমুদ্র পথ পর্যবেক্ষকের সদস্যরা এই ঘটনার ভিডিওটি ধারণ করে।

বিমান থেকে ভিডিও করা ফুটেজটিতে দেখা যায়, নীল রঙের কাঠের এক ছোট ইঞ্জিনের নৌকায় কমপক্ষে দুই ডজন অভিবাসী সাগর পথে ইউরোপে যাওয়ার সময় লিবিয়ার কোস্টগার্ডরা তাদের লক্ষ্য করে গুলি ছুড়ছে। ওই সময় নৌকাটি তাদের হাত থেকে বাঁচতে দ্রুত পালাতে চেষ্টা করে।

বুধবার গ্রুপটির প্রকাশিত ভিডিওটিতে ফেলিক্স ওইয়েস নামক একজনের বরাত দিয়ে বলা হয়েছে, ‘যারা শরণার্থীদের ওপর গুলি ছুড়ছিল এবং তাদের নৌকাকে বাধা দিতে চেষ্টা করছিল তারা সেখানে শরণার্থীদের বাঁচানোর জন্য যায়নি।’

‘ইউরোপীয় ইউনিয়নের উচিত দ্রুত তথাকথিত লিবিয়ান কোস্ট গার্ডের সঙ্গে সহযোগিতার অবসান করা’, বিবৃতিতে দাবি করে গ্রুপটি।

https://twitter.com/seawatch_intl/status/1410584003065884677



আপনার মূল্যবান মতামত দিন:


জনপ্রিয় খবর