কানাডায় শিশুদের গণকবর উদ্ধারের ঘটনায় চার্চে ভাঙচুর

আন্তর্জাতিক ডেস্ক | ২ জুলাই ২০২১, ২০:৫১

ছবি: ইন্টারনেট

কানাডায় একের পর এক আদিবাসী শিশুদের গণকবর উদ্ধারের ঘটনায় ক্ষোভের জেরে কানাডা দিবসে ক্যাথলিক চার্চে ভাঙচুর এবং রানি ভিক্টোরিয়া ও রানি এলিজাবেথের ভাস্কর্য টেনে ফেলে দেয়ার ঘটনা ঘটেছে।

১ জুলাই এসব ঘটনা ঘটে। অ্যালবার্টা প্রদেশের রাজধানী ক্যালগ্যারির ১০টি ক্যাথলিক চার্চের জানালা ভাঙা হয়।

এ ছাড়া চার্চের জানালা ও দরজায় বিভিন্ন রঙের হাতের ছাপ পাওয়া যায়। তা ছাড়া ম্যানিটোবা প্রদেশের স্থানীয় সংসদ ভবনের সামনে জড়ো হয়ে প্রতিবাদ জানায় বিক্ষোভকারীরা। এ সময় ভবনের প্রাঙ্গন থেকে রানি ভিক্টোরিয়া ও রানি এলিজাবেথের ভাস্কর্য টেনে ফেলে দেয় বিক্ষোভকারীরা।

এর আগে বেশ কয়েকটি স্থানে চার্চে আগুন দেয়ার ঘটনা ঘটে। গেল কয়েক সপ্তাহে কানাডার কয়েকটি সাবেক আবাসিক স্কুলের কাছে গণকবর উদ্ধার করা হয়।

উনিশ শতক থেকে বিংশ শতাব্দী পর্যন্ত ক্যাথলিক চার্চের সহায়তায় আদিবাসী শিশুদের জন্য ১৩০টি আবাসিক স্কুল পরিচালনা করতো কানাডা সরকার। প্রায় দেড় লাখ আদিবাসী শিশুকে জোর করে ভর্তি করা হয় এসব স্কুলে।



আপনার মূল্যবান মতামত দিন: