মালয়েশিয়ায় ১০২ বাংলাদেশিসহ ৩০৯ অভিবাসী আটক (ভিডিও)

সময় ট্রিবিউন | ২২ জুন ২০২১, ০০:৩২

সোমবার ভোরে দেশটির অভিবাসন বিভাগ অভিযান চালিয়ে ১০২ বাংলাদেশিসহ ৩০৯ জন অবৈধ অভিবাসীকে আটক করে-ছবি: মালয়েশিয়ার জাতীয় সংবাদ সংস্থা বারনামা

মালয়েশিয়ার ডেঙ্গকিলে ১০২ বাংলাদেশিসহ ৩০৯ জন অবৈধ অভিবাসীকে আটক করেছে পুলিশ। সোমবার ভোরে দেশটির অভিবাসন বিভাগ অভিযান চালিয়ে তাঁদের আটক করে বলে মালয়েশিয়ার জাতীয় সংবাদ সংস্থা বারনামা এ তথ্য নিশ্চিত করেছে।

সংস্থাটি জানিয়েছে, আটক বৈধ কাগজপত্রহীন অভিবাসীদের মধ্যে ১৯৩ জন ইন্দোনেশিয়ার, আট জন মায়ানমারের, চারজন ভিয়েতনামের এবং দু’জন ভারতের। আটকদের মধ্যে ২৮০ জন পুরুষ এবং ২৯ জন নারী। যাদের বয়স ২০ থেকে ৫০ এর মধ্যে।

দেশটির অভিবাসন মহাপরিচালক দাতুক খাইরুল দজাইমি দাউদ জানিয়েছেন, তার বিভাগ তথ্য পেয়েছিল এবং সেই তথ্য থেকে ধারণা করা হচ্ছিল যে- ডেঙ্গকিল শহরের একটি নির্মাণাধীন অবকাঠামোর কাছে অভিবাসী অধ্যুষিত আবাসিক এলাকায় কিছু ব্যক্তি স্ট্যান্ডার্ড অপারেটিং পদ্ধতি (এসওপি) লঙ্ঘন করেছে। ফলে, ওই এলাকায় অভিযান চালিয়ে দেখেছে তারা নির্ধারিত এসওপি মেনে চলেনি।

তিনি ঘটনাস্থলে সাংবাদিকদের বলেন, ‘আটককৃতরা স্বীকার করেছে- একটি ঘরে প্রায় চার থেকে সাত জনের একেকটি দল থাকত সেখানে।’

ভোরে ঘুমন্ত অবস্থায় যেভাবে আটক করা হয় অভিবাসীদের, ক্লিক করুন



আপনার মূল্যবান মতামত দিন:


জনপ্রিয় খবর