আফগানিস্তানে আইএস’র গুলিতে ১০ মাইন অপসারণকর্মী নিহত

সময় ট্রিবিউন | ১০ জুন ২০২১, ২০:০১

মঙ্গলবার আফগানিস্তানের বাগলান প্রদেশে বন্দুকধারীদের গুলিতে আহতরা হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন-ছবি সংগৃহীত

আফগানিস্তানে বন্দুকধারীদের গুলিতে ১০ মাইন অপসারণকারী মারা গেছেন। গোলাগুলিতে আরও কয়েকজন কর্মী আহত হয়েছেন। এ বিষয়ে প্রথমে তালেবানকে দোষারোপ করা হলেও, হামলার দায় স্বীকার করেছে জঙ্গি সংগঠন আইএস।

মঙ্গলবার বাগলান প্রদেশে এ ঘটনা ঘটে। নিহতরা সবাই ‘হ্যালো ট্রাস্ট’র কর্মী ছিলেন।

স্থানীয় সময় রাত সাড়ে ১০টা নাগাদ মুখোশ পরা বন্দুকধারীরা সংস্থাটির কার্যালয়ের হামলা চালায়। কর্মীরা আশেপাশের এলাকার মাঠ থেকে স্থলমাইন অপসারণের কাজ শেষে সেখানে বিশ্রাম নিচ্ছিলেন।

পহেলা মে আফগানিস্তান থেকে যুক্তরাষ্ট্র সেনা প্রত্যাহার শুরুর পরই দেশটিতে বেড়েছে সহিংসতা। সোভিয়েত দখলদারিত্ব অবসানের পর আফগানিস্তানের মাইন অপসারণে ১৯৮৮ সালে গঠিত হয় ‘হ্যালো ট্রাস্ট’। যাতে সহায়তা দিয়ে আসা ব্যক্তিদের তালিকায় ছিলেন প্রিন্সেস ডায়ানাও।



আপনার মূল্যবান মতামত দিন:


জনপ্রিয় খবর