শিশু কালের স্বপ্ন পূরণে মহাকাশে যাচ্ছেন আমাজনের প্রতিষ্ঠাতা

সময় ট্রিবিউন | ৮ জুন ২০২১, ১৮:৫০

ছবি: ইন্টারনেট

ব্লু অরিজিনের প্রথম মনুষ্যবাহী মহাকাশযানের মাধ্যমে ২০ জুলাই ভাইকে নিয়ে মহাকাশে পাড়ি জমাবেন আমাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজোস। সোমবার এক ঘোষণায় খবরটি জানান তিনি।

বেজোস তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে ঘোষণাটি দেন, যাতে তার শৈশবের একটি ভিডিও অন্তর্ভুক্ত ছিল।

তিনি লেখেন, “আমার বয়স যখন পাঁচ বছর, তখন থেকেই আমি মহাকাশে ভ্রমণের স্বপ্ন দেখেছিলাম। ২০ জুলাই আমি আমার ভাইয়ের সঙ্গে সেই যাত্রা করব। আমার সবচেয়ে ভালো বন্ধুর সঙ্গে সবচেয়ে বড় অ্যাডভেঞ্চার।”

২০ জুলাই একটি ঐতিহাসিক দিন, যেদিন প্রথম মানুষ চাঁদে পা রেখেছিল। এ বছর অ্যাপোলো ১১ এর চাঁদে অবতরণের ৫২তম বার্ষিকী পালন হবে।

বেজোস প্রতিষ্ঠিত ব্লু অরিজিন সংস্থার নিউ শেপার্ড মহাকাশ যানটির একটি যাত্রীর আসন নিলামে তোলা হয়েছে।

সোমবার সংবাদ বিজ্ঞপ্তিতে সংস্থাটি জানিয়েছে, ১৪৩টি দেশের ৬ হাজারের বেশি মানুষের নিলামে অংশ নিয়েছে। আসনটির দাম ২৮ লাখ ডলারে পৌঁছেছে।

ক্যাপসুলটিতে ছয়জন যাত্রী বহন করার ক্ষমতা রয়েছে ।

এর আগে ১৫ বার পরীক্ষামূলক উড্ডয়ন করেছে নিউ শেপার্ড। যার কোনোটিকে মানুষ ছিল না। তার মনুষ্যবাহী প্রথম ভ্রমণেই যাত্রী হচ্ছেন জেফ বেজোস।



আপনার মূল্যবান মতামত দিন: