২০২৩ সাল পর্যন্ত ট্রাম্পের ফেসবুক অ্যাকাউন্ট বন্ধের ঘোষণা

সময় ট্রিবিউন | ৫ জুন ২০২১, ১৯:২৯

সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প-ফাইল ছবি

সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ফেসবুক অ্যাকাউন্টটি আগামী দুই বছরের জন্য স্থগিত করা হয়েছে। ফলে, ২০২৩ সালের শুরু পর্যন্ত নিজের ফেসবুক অ্যাকাউন্ট ফিরে পাবেন না ট্রাম্প। খবর: এপি।

শুক্রবার ফেসবুকের বৈশ্বিক বিষয়ক ভাইস প্রেসিডেন্ট নিক ক্লেগ এক ব্লগ পোস্টে লিখেছেন, ‘এই দুই বছরে আমরা জননিরাপত্তার ঝুঁকি হ্রাস পেয়েছে কিনা তা মূল্যায়ন করতে বিশেষজ্ঞদের দিকে তাকিয়ে থাকব। আমরা বাহ্যিক কারণগুলো মূল্যায়ন করব। যার মধ্যে আছে- সহিংসতার ঘটনা, শান্তিপূর্ণ সমাবেশের ওপর নিষেধাজ্ঞা এবং নাগরিক অস্থিরতা।’

শুক্রবার এপির এক প্রতিবেদনে বলা হয়, দুই বছরের স্থগিতাদেশ গত ৭ জানুয়ারি থেকে কার্যকর হয়েছে, তাই ট্রাম্পের স্থগিতাদেশ শেষ হতে এখনো ১৯ মাস বাকি আছে।

এদিকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে ফেসবুকের এমন সিদ্ধান্তকে ‘অপমানজনক’ হিসেব অভিহিত করেছেন ডোনাল্ড ট্রাম্প।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘তাদের এই সেন্সরিং নীতি এবং নীরবতা থেকে পার পেতে দেওয়া উচিত নয়। শেষ পর্যন্ত আমরা জিতব। আমাদের দেশ এই অপব্যবহার আর নিতে পারছে না!।’



আপনার মূল্যবান মতামত দিন:


জনপ্রিয় খবর