করোনার ভ্যাকসিন নিলেই মিলবে রাইফেল - শটগান

সময় ট্রিবিউন | ৪ জুন ২০২১, ২৩:২৬

ছবি : ইন্টারনেট

করোনার ভ্যাকসিন নিতে জনগণকে উদ্ধুদ্ধ করতে এবার লটারির মাধ্যমে পিকআপ ট্রাক, শিকারের জন্য নিবন্ধন ও বন্দুক দিচ্ছে
যুক্তরাষ্ট্রের ওয়েস্ট ভার্জিনিয়া অঙ্গরাজ্যের সরকার।

মাত্র এক ডোজ টিকা নিয়ে নিবন্ধন করলেই অর্থপুরস্কার ছাড়া রাইফেল ও শটগানও দেয়া হবে।

২০ জুন থেকে ৪ আগস্ট পর্যন্ত যারাই টিকা নেবেন, তাদের মধ্য থেকে লটারি করে পুরস্কার দেয়া হবে। প্রতি সপ্তাহে এই লটারি হবে।

১০ লাখ মার্কিন ডলারের আর্থিক পুরস্কারের ব্যবস্থাও করেছে  অঙ্গরাজ্য সরকার। দুই ডোজ ভ্যাকসিন নেয়া হয়ে গেলে ১৬ থেকে ৩৫ বছর বয়সীদের প্রত্যেককেই একশ ডলারের বন্ড বা গিফট কার্ড দিবে বলে জানিয়েছে ওয়েস্ট ভার্জিনিয়া সরকার।

এর আগে জনগণকে টিকা দিতে উৎসাহিত করতে মিলিয়ন ডলারের লটারি, শিক্ষাবৃত্তি, বিনামূল্যে বিয়ার বিতরণ করে এসেছে যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্য।

 



আপনার মূল্যবান মতামত দিন:


জনপ্রিয় খবর