নয় বছর পর ঢাকা-ইতালী বিমানের ফ্লাইট চালু

সময় ট্রিবিউন | ২৬ মার্চ ২০২৪, ২২:৫২

ছবি-সংগৃহীত

দীর্ঘ নয় বছর পর ফের চালু হয়েছে ঢাকা-রোম-ঢাকা ফ্লাইট। মঙ্গলবার (২৬ মার্চ) দিবাগত রাতে এ ফ্লাইট পরিচালনা শুরু করতে যাচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। রাত সাড়ে তিনটায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এ ফ্লাইট টিছেড়ে যাবে।

২০০ জন যাত্রী নিয়ে গন্তব্যে উড়ে যাবে বোয়িং ৭৮৭ ড্রিমলাইনারের ফ্লাইটটি। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জিএম-জনসংযোগ তাহেরা খন্দকার এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, ঢাকা থেকে মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ৩টায় রোমের উদ্দেশ্যে বিমানের প্রথম ফ্লাইট বিজি-৩৫৫ যাত্রা করবে। ফ্লাইটটি রোমে পৌঁছাবে ২৭ মার্চ স্থানীয় সময় সকাল সাড়ে ৮টায়। ফিরতি ফ্লাইট বিজি-৩৫৬ রোম থেকে একই দিন সকাল সোয়া ১০টায় ঢাকার উদ্দেশ্যে যাত্রা করবে।

১৯৮১ সালের ২ এপ্রিল বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের রোম রুটে ফ্লাইট চালু হয়েছিল। তবে ২০১৫ সালে নানা অব্যবস্থাপনায় বন্ধ হয়ে যায় ফ্লাইটটি।



আপনার মূল্যবান মতামত দিন:


জনপ্রিয় খবর