দরিদ্র কেনিয়া এবার ভারতের পাশে

সময় ট্রিবিউন | ৩০ মে ২০২১, ২২:৪৭

ছবি: আনন্দবাজার

পূর্ব আফ্রিকার দেশ কেনিয়া। খাদ্য সংকটে নিজেরাই জর্জরিত দেশটি। তারপরও খাদ্য সহায়তা নিয়ে করোনা বিধ্বস্ত ভারতের পাশে দাঁড়িয়েছে দেশটি। ১২ টন খাবার পাঠিয়েছে তারা। শুক্রবার এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছেন ভারতে নিযুক্ত কেনিয়ার হাই কমিশনার।

কেনিয়া এই ১২ টন খাবার পাঠিয়েছে ভারতের রেডক্রস সোসাইটিকে। মহারাষ্ট্রে বিতরণের জন্য পাঠানো এসব খবারের মধ্যে রয়েছে চা, কফি ও বাদামের মতো সামগ্রী।

ভারতে নিযুক্ত কেনিয়ার হাই কমিশনার উইলি বেট বলেছেন, ‘কোভিড মহামারি পরিস্থিতিতে ভারতের জন্য সহযোগিতার হাত বাড়াতে চায় কেনিয়া। ভারত সরকার এবং ভারতবাসীর পাশে থাকতেই পাঠানো হয়েছে এসব খাবার।’ খাবারগুলো তুলে দিতে দিল্লি থেকে মুম্বাই ছুটে যান বেট।

সূত্র: আনন্দবাজার।



আপনার মূল্যবান মতামত দিন:


জনপ্রিয় খবর