আরকানে তীব্র সামরিক অভিযান শুরু মিয়ানমার সেনাবাহিনীর

আন্তর্জাতিক ডেস্ক | ১৩ ফেব্রুয়ারী ২০২৪, ১৯:৫৫

আরকানে তীব্র সামরিক অভিযান শুরু মিয়ানমার সেনাবাহিনীর

বাংলাদেশ সীমান্তবর্তী আরাকান রাজ্যে স্থিতিশীলতা ফেরাতে তীব্র সামরিক অভিযান শুরু করেছে মিয়ানমার সেনাবাহিনী। স্থিতিশীলতা ফেরানোর এই উদ্যোগকে স্বাগত জানিয়েছে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়। এদিকে, সেনা ও তাদের পরিবারের অন্তত নয়শ'জনকে ডুবিয়ে মারার অভিযোগ উঠেছে আরাকান আর্মির বিরুদ্ধে।

রাখাইনে স্থিতিশীলতা ফেরাতে মিয়ানমারের সামরিক জান্তা সরকারের উদ্যোগকে স্বাগত জানিয়ে চীন। মঙ্গলবার (১৩ জানুয়ারি) বিষয়টি জানিয়েছেন, দেশটির পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ওয়াং ওয়েন বিন। রাখাইন রাজ্যের রাজধানী সিত্তে অভিমুখে আরাকান আর্মির অগ্রযাত্রা থামাতে দু'টি সংযোগ সেতু ধসিয়ে দিয়েছে সেনাবাহিনী। ভীতি ছড়াতে গুলি আর অগ্নিসংযোগে তাণ্ডবের পাশাপাশি চলছে সরকারি বাহিনীর বিচারবহির্ভুত হত্যাকাণ্ড।

রেডিও ফ্রি এশিয়াকে এক স্বজনহারা জানিয়েছেন, সাংবাদিক থু তুন, রাজনৈতিক নেতাসহ অন্তত ৭ জনকে হত্যা করা হয়েছে। ঐতিহাসিক ম্রাউক ইউ শহর আরাকান আর্মি দখলে নেওয়ার পর তাদের লাশ পাওয়া যায়। ১১ ফেব্রুয়ারি সন্ধ্যার পর রাখাইনের খিয়াকথাও শহর ছেড়ে যাওয়া সামরিক বাহিনীর তিনটি জাহাজে গোলাবর্ষণ করে ডুবিয়ে দেওয়ার তথ্য জানিয়েছে মিয়ানমারের সেনা সদর।

সেনা সদর জানায়, ওই জাহাজে সেনাসদস্য ছাড়াও শিশুসহ তাদের পরিবার ছিলো। পরে ওই এলাকায় সামরিক বাহিনীর আরও চারটি জাহাজ মোতায়েন করা হয়। বেগতিক পরিস্থিতিতে রাখাইনের রাজধানী সিত্তে থেকে বাংলাদেশ মিশন বন্ধ করে সেখানে কর্মরতদের সপরিবারের ইয়াঙ্গুনে সরিয়ে নেওয়া হয়েছে।



আপনার মূল্যবান মতামত দিন:


জনপ্রিয় খবর