গাজা উপত্যকার দক্ষিণাঞ্চলীয় রাফাহ শহরে ইসরায়েলি বিমান হামলায় ১০০ জনেরও বেশি মানুষ নিহত হয়েছে। আহত হয়েছে আরো কয়েকশ মানুষ। খবর আনাদোলুর।
ফিলিস্তিনি সরকারী বার্তা সংস্থা ওয়াফা সোমবার (১২ ফেব্রুয়ারি) সকালে জানিয়েছে, ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার সর্বশেষ নিরাপদ স্থান রাফাহতে ব্যাপক বিমান হামলা চালিয়ে যাচ্ছে দখলদার ইসরায়েল। মধ্যরাত থেকেই ঘুমন্ত ফিলিস্তিনিদের ওপর বর্বরতা চালানো হয়। এতে শতাধিক ফিলিস্তিনিরে প্রাণহানি হয়েছে।
গত ৭ অক্টোবর থেকে ইসরায়েল যখন গাজার বাকি অংশে আক্রমণ চালাচ্ছিল বেসামরিক ফিলিস্তিনিরা তখন মিশরের সঙ্গে গাজার সীমান্তে অবস্থিত রাফাতে আশ্রয় নিয়েছিল। ইসরায়েলি বাহিনী বেসামরিকদের জন্য এটিকে একটি নিরাপদ অঞ্চল ঘোষণা করেছিল। তবে গত রবিবার ইসরায়েলি সেনাবাহিনীকে রাফাহ শহরে স্থল অভিযানের পরিকল্পনা অনুমোদন করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। এরপর থেকেই রাফায় অভিযান শুর করে ইসেরায়েলি বাহিনী।
ফিলিস্তিনি রেডক্রিসেন্ট সোসাইটি (পিসিআরএস) জানিয়েছে, বর্তমানে রাফাহতে গাজার মোট জনসংখ্যার প্রায় অর্ধেক- প্রায় ১০ লাখ ফিলিস্তিনি অবস্থান করছে।
রাফাহর পৌরসভা কর্তৃপক্ষ জানিয়েছে, ইসরায়েলিরা তাদের বর্বর হামলায় অন্তত দুটি মসজিদ এবং বেশ কয়েকটি বাড়িকে লক্ষ্যবস্তুতে পরিণত করেছে।
আপনার মূল্যবান মতামত দিন: