দুইদিন পেরিয়ে গেলেও পাকিস্তানের জাতীয় পরিষদ নির্বাচনের আনুষ্ঠানিক ও পূর্ণাঙ্গ ফল প্রকাশে বিলম্ব হওয়ায় শান্তিপূর্ণ আন্দোলনের ডাক দিয়েছে ইমরান খানের দল পিটিআই। রিটার্নিং অফিসারের কার্যালয়ের বাইরে শান্তিপূর্ণ আন্দোলন করবে বলে জানায় দলটি।
রবিবার (১১ ফেব্রুয়ারি) এই আন্দোলনের ডাক দেয় পাকিস্তান তেহরিক-ই ইনসাফ (পিটিআই)। পিটিআই চেয়ারম্যান ব্যারিস্টার গহর আলী খান দলীয় কর্মী ও সমর্থকদের আগামীকাল রবিবার নির্বাচনী এলাকাগুলোতে রিটার্নিং কর্মকর্তাদের কার্যালয়ের বাইরে এ বিক্ষোভ করার আহ্বান জানিয়েছেন। পিটিআই চেয়ারম্যান বলেন, প্রতিবাদটি শান্তিপূর্ণ হবে। এটি একটি সাংবিধানিক অধিকার।
তিনি বলেন, ইমরান খানের নির্দেশানুসারে, যে এলাকাগুলোতে আমাদের ফলাফল আটকে রাখা হয়েছিলো এবং বিলম্বিত করা হয়েছিল, আমরা সেই তালিকা প্রকাশ করবো। ইচ্ছাকৃতভাবে পিটিআইকে দমানোর জন্য ওই আসনগুলোতে দেরিতে ফল প্রকাশ করা হয়েছে। সূত্র: দ্য ডন
আপনার মূল্যবান মতামত দিন: