রাশিয়ার ৯টি ড্রোন বিধ্বস্তের দাবি ইউক্রেনের

আন্তর্জাতিক ডেস্ক | ৪ ফেব্রুয়ারী ২০২৪, ১১:৫৩

সংগৃহীত ছবি

মধ্য ইউক্রেনের ক্রিভি রিহ শহরে আক্রমণ করা ১৪টি রুশ ড্রোনের মধ্যে নয়টি বিধ্বস্তের দাবি করেছে ইউক্রেনীয় বিমান বাহিনী।

শনিবার রাশিয়ার উৎক্ষেপণ করা ড্রোনগুলো ক্রিভি রিহ শহরের জ্বালানি অবকাঠামোতে আঘাত করেছে বলে জানিয়েছেন দেশটির বিমান বাহিনী ও আঞ্চলিক কর্মকর্তারা।খবর রয়টার্সের।

রুশ ড্রোন বিধ্বস্তের বিষয়ে এক বিবৃতিতে ইউক্রেনীয় বিমান বাহিনী বলেছে, মধ্য ও দক্ষিণ ইউক্রেনের চারটি অঞ্চলে ইরানি শাহেদ ড্রোনগুলো বিধ্বস্ত করেছে ইউক্রেনীয় বিমান বাহিনী।

ক্রিভি রিহ শহরে আক্রমণ করা ১৪টি রুশ ড্রোনের মধ্যে নয়টি বিধ্বস্ত করেছে।

রুশ আক্রমণের মাত্রা উল্লেখ করে ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেন, মধ্য ইউক্রেনের ক্রিভি রিহ শহরে গত দুই দিনের মধ্যে দ্বিতীয়বারের মতো ড্রোন হামলা করেছে রাশিয়া।



আপনার মূল্যবান মতামত দিন:


জনপ্রিয় খবর