নবমবারের মতো বিহারের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন নীতীশ কুমার

আন্তর্জাতিক ডেস্ক | ২৮ জানুয়ারী ২০২৪, ২৩:৩১

নবমবারের মতো বিহারের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন নীতীশ কুমার

ভারতের নীতীশ কুমার রেকর্ড নবমবারের মতো বিহারের মুখ্যমন্ত্রীর শপথ নিয়েছেন। ভারতীয় জনতা পার্টির (বিজেপি) সাথে জোট গড়ে রবিবার (২৮ জানুয়ারি) বিহারের নতুন সরকারের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন তিনি।

রবিবার মুখ্যমন্ত্রীর শপথ নেওয়ার আগে বিরোধীদের ইন্ডিয়া জোট থেকে নিজেকে প্রত্যাহার করে নেন তিনি। নীতীশের পাশাপাশি রাজ্য সরকারের মন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন বিজেপি নেতা সম্রাট চৌধুরী, বিজয় সিনহা এবং অন্যান্যরা।

বিহারের মুখ্যমন্ত্রীর পদে আসীন হওয়ার জন্য গত এক দশকে পাঁচবারের মতো রাজনৈতিক শিবির পাল্টেছেন নীতীশ। রাজনীতিতে এই ডিগবাজির কারণে ভারতে তিনি ‘পল্টু কুমার’ নামেও পরিচিত। লোকসভা নির্বাচনের আগে নীতীশের এই পক্ষ-বদল বিরোধী জোট ইন্ডিয়ার কাছে বড় ধাক্কা। ইন্ডিয়া জোটের অন্যতম মুখ ছিলেন নীতীশ কুমার। জোটের সূত্র বেঁধেছিলেন তিনিই। আসন ভাগাভাগি নিয়ে যখন জোটের ভেতরে ফাটল চওড়া হচ্ছে, সেই সময়ই লোকসভা নির্বাচনের ঠিক আগে জোটই বদলে ফেললেন নীতীশ কুমার।

ইন্ডিয়া জোটের প্রথম কর্ণধার ছিলেন তিনিই। তাদের এই জোটের লক্ষ্য ছিল বিজেপিকে হারানো। কিন্তু সেই নীতীশই আবার বিজেপির সঙ্গে হাত মেলালেন।



আপনার মূল্যবান মতামত দিন:


জনপ্রিয় খবর