আইসিজের রায় ‘আপত্তিকর’, সর্বাত্মক যুদ্ধ চলবে: নেতানিয়াহু

আন্তর্জাতিক ডেস্ক | ২৭ জানুয়ারী ২০২৪, ১৫:৪২

আইসিজের রায় ‘আপত্তিকর’, সর্বাত্মক যুদ্ধ চলবে: নেতানিয়াহু

ফিলিস্তিনের গাজায় গণহত্যা ইস্যুতে দক্ষিণ আফ্রিকার দায়ের করা মামলায় আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) রায়ের নিন্দা জানিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তিনি বলেছেন, এই রায় ‘আপত্তিকর’।

আইসিজের রায়কে ঘিরে দুটি বিবৃতিও দিয়েছেন নেতানিয়াহু। একটি হিব্রু ভাষায় এবং অন্যটি ইংরেজিতে।

এসব বিবৃতিতে তিনি আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে আবেদন জানিয়ে বলেছেন- ইসরায়েল একটি ন্যায়সঙ্গত যুদ্ধ করছে এবং তারা গাজা এবং হামাসের বেসামরিক বাসিন্দাদের আলাদা করে দেখে।

তবে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত খবরে বাস্তবে সেখানে সবসময়ই ভিন্ন চিত্র দেখা যায়। ইসরায়েলি কর্মকর্তারা বেসামরিক নাগরিকদের লক্ষ্যবস্তু করার বিষয়ে যা বলছেন তার সঙ্গে বাস্তবতার বিস্তর ফারাক রয়েছে।

ইসরায়েলি প্রধানমন্ত্রী বিবৃতিতে তার বক্তব্য শেষ করেন এই বলে যে, ইসরায়েলিরা তাদের সমস্ত সামরিক উদ্দেশ্য অর্জন না করা পর্যন্ত (গাজায়) স্থল, আকাশ ও সমুদ্রপথে যুদ্ধ চলবে।

এর আগে শুক্রবার গাজায় গণহত্যা ও গণহত্যার উসকানিমূলক কর্মকাণ্ড রোধে সাধ্যের মধ্যে সব ধরনের ব্যবস্থা নিতে ইসরায়েলকে নির্দেশ দিয়েছে নেদারল্যান্ডসে অবস্থিত আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে)।

তবে যুদ্ধবিরতি বা ইসরায়েলকে সামরিক অভিযান বন্ধের কোনেও নির্দেশ দেননি বিচারকেরা।

গাজায় মানবিক সংকট নিয়েও উদ্বেগ প্রকাশ করেছে আদালত।



আপনার মূল্যবান মতামত দিন:


জনপ্রিয় খবর