কুকুর জবাই ও মাংস বিক্রি বন্ধ করতে নতুন আইন পাস করেছে দক্ষিণ কোরিয়া। এই আইনের আওতায় ২০২৭ সালের মধ্যে কুকুর জবাই ও মাংস বিক্রি বন্ধ করতে চায় সিউল। এর ফলে শত বছর ধরে চলা কুকুরের মাংস খাওয়ার চর্চাও শেষ হতে যাচ্ছে দেশটিতে।
গত কয়েক দশকে কুকুরের মাংস খাওয়ার হার দক্ষিণ কোরিয়ায় এমনিতেও পড়তির দিকে। তরুণরা এর ঘোর বিরোধিতা করে আসছে। নতুন আইনের আওতায় কুকুর জবাই, বিক্রির জন্য মাংস সরবরাহ নিষিদ্ধ করা হবে।
আর এই আইনের আওতায় কেউ দোষী সাবস্ত্য হলে তাকে কারাগারেও পাঠানো হবে। কুকুর জবাইকারীদের তিন বছরের কারাদণ্ড হতে পারে। তবে কুকুরের মাংস খাওয়াকে এই আইনে সরাসরি অবৈধ বলা হয়নি।
নতুন এই আইন তিন বছর পর কার্যকর হবে। কুকুর ব্যবসায়ী ও রেস্তোরাঁ মালিকদের ভিন্ন কাজ খুঁজে নেওয়ার সুযোগ দিতে এই সুবিধা রাখা হয়েছে। আর এই কাজে কুকুর উৎপাদক, কসাই ও রেস্তোরাঁ কর্তৃপক্ষকে সব ধরনের সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছে সরকার।
সরকারি পরিসংখ্যান অনুযায়ী দক্ষিণ কোরিয়ায় ১৬ শতাধিক কুকুরের মাংসের রেস্তোরাঁ রয়েছে। ২০২৩ সালে দেশটিতে কুকুরের খামার ছিল এক হাজার ১৫০টি।
আপনার মূল্যবান মতামত দিন: