ইরান সমর্থিত ইয়েমেনী বিদ্রোহী গ্রুপ হুতি লোহিত সাগরে বাব এল মান্দেব প্রণালীর কাছে বাণিজ্যিক জাহাজ লক্ষ্য করে দু’টি ক্ষেপণাস্ত্র ছুঁড়েছে। ব্রিটিশ নৌ নিরাপত্তা সংস্থা ইউকেএমটিও’র রিপোর্টের পর মার্কিন সামরিক বাহিনী এ কথা জানিয়েছে।
ইউকেএমটিও’র রিপোর্টে বলা হয়েছে, মঙ্গলবারের এ হামলায় জাহাজের কোন ক্ষতি হয়নি। ক্রুরাও নিরাপদে রয়েছে।
মার্কিন কেন্দ্রীয় কমান্ড পরে বলেছে, হুতি বিদ্রোহীরা লোহিত সাগরের দক্ষিণাঞ্চলে দু’টি ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র ছুঁড়েছে। এখানে কয়েকটি বাণিজ্যিক জাহাজ ছিল। কিন্তু কোন জাহাজের কোন ক্ষতি হয়নি।
জাতিসংঘ নিরাপত্তা পরিষদ বুধবার আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা নিয়ে বৈঠকে বসতে যাচ্ছে। ফরাসী কূটনীতিকরা বলছেন, এ বৈঠকে লোহিত সাগরে হুতিদের আক্রমণ নিয়ে আলোচনা হবে।
সাম্প্রতিক সপ্তাহ গুলোতে হুতি বিদ্রোহীরা লোহিত সাগরকে এডেন উপসাগরের সাথে সংযোগকারীর বাব আল মান্দেব প্রণালিতে চলাচলকারী জাহাজ লক্ষ্য করে একের পর এক হামলা চালিয়ে আসছে।
আপনার মূল্যবান মতামত দিন: