মহাকাশে ইতিহাস গড়ে নতুন বছর শুরু ভারতের

আন্তর্জাতিক ডেস্ক | ১ জানুয়ারী ২০২৪, ১৮:৫৭

সংগৃহীত ছবি

মহাকাশে ইতিহাস গড়ে নতুন বছর শুরু করল ভারত। দেশটি মহাকাশে ব্ল্যাক হোল বা কৃষ্ণগহ্বর খুঁজতে স্যাটেলাইট পাঠিয়েছে। নাসার পর ভারত দ্বিতীয় দেশ হিসেবে এ ইতিহাস গড়েছে। সোমবার (০১ জানুয়ারি) ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজারের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, ভারতের মহাকাশ গবেষণা সংস্থা ইসরো ব্লাক হোলের খোঁজে মহাকাশে স্যাটেলাইট পাঠিয়েছে। এক্সপোস্যাট নামের এ স্যাটেলাইটটি এক্স-রে পোলারিমিটার স্যাটেলাইট। এটি ভারতের ইতিহাসে প্রথম এমন স্যাটেলাইট। যা এর আগে কেবল নাসা মহাকাশে পাঠিয়েছে।

ভারতের এ স্যাটেলাইট মহাকালে ব্লাক হোলের খোঁজ ও এগুলো পর্যবেক্ষণ করবে। মহাকাশে পাঠানো এ স্যাটেলাইটটি ৫০টি শক্তির উৎস পর্যবেক্ষণ করবে। এ ছাড়া এটির মাধ্যমে মহাকাশের নিউট্রন স্টারগুলোকেও গবেষণা করবেন বিজ্ঞানীরা।

মহাকাশে এ স্যাটেলাইট পাঠানোর জন্য বছরের প্রথম দিনে বেছে নিয়েছে ইসরো। সোমবার সকাল ৯টা ১০ মিনিটে শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান মহাকাশ গবেষণা কেন্দ্র থেকে এটিকে মহাকাশে পাঠানো হয়।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে ইসরোর এক পোস্টে এ সাফল্যের কথা জানানো হয়। এটিকে এখন পৃথিবী থেকে ৬৫০ কিলোমিটার দূরের কক্ষপথে রাখা হয়েছে। এ স্যাটেলাইটটির আয়ুষ্কাল পাঁচ বছর।

ইসরোর চেয়ারম্যান এস সোমনাথ বলেন, আমরা পিএসএলভি-তে আরও এক সাফল্য পেলাম। এর মাধ্যমে স্যাটেলাইটটিকে নির্দিষ্ট কক্ষপথে বসানো হয়েছে। আমাদের সামনে আরও উত্তেজনাময় সময় অপেক্ষা করছে। এ বছর আরও অনেক প্রকল্প করেছে। ২০২৪ সাল মহাকাশযানের বছর।



আপনার মূল্যবান মতামত দিন:


জনপ্রিয় খবর