বড়দিনেও রক্তাক্ত যিশুর জন্মস্থান বেথেলহাম

আন্তর্জাতিক ডেস্ক | ২৫ ডিসেম্বর ২০২৩, ২২:০০

বড়দিনেও রক্তাক্ত যিশুর জন্মস্থান বেথেলহাম

খ্রিস্ট ধর্মাবলম্বীদের ধর্মীয় উৎসব বড়দিন সোমবার (২৫ ডিসেম্বর)। আজকের এই দিনে খ্রিস্টধর্মের প্রবর্তক যিশুখ্রিষ্ট অধিকৃত পশ্চিম তীরের বেথলেহেমে জন্মগ্রহণ করেন।

এমন এক দিনেও পশ্চিম তীরে হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। জেনিন শরণার্থী শিবিরে হামলা ও বেশ কয়েকটি গ্রেপ্তারের মধ্যে দিয়ে বড়দিন পালন করছে তারা। খবর আল-জাজিরার।

প্রতিবেদনে কাতারভিত্তিক গণমাধ্যমটি জানিয়েছে, আজ সকালে ফিলিস্তিনের অন্যান্য অঞ্চলের মতো পশ্চিম তীরে বোমা হামলা ও অভিযান চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এর মধ্যে দুটি বোমা আঘাত হেনেছে খ্রিস্টধর্মের প্রবর্তকের শহর বেথেলহামে। এ ছাড়া কয়েক ডজনকে গেপ্তারের পাশাপাশি ১৭ বছর বয়সী এক কিশোরকে গুলি করে হত্যা করেছে তারা।

জেনিনে থাকা আল-জাজিরার সাংবাদিক ইমরান খান জানিয়েছে, ইসরায়েলি বাহিনী অন্তত ১০টি বাড়িতে অভিযান চালিয়েছে। তারা ফিলিস্তিনিদের গ্রেপ্তারের জন্য খুঁজছে। ইমরান খান বলেন, ‘ইসরায়েলি বাহিনী ফিলিস্তিনি যোদ্ধাদের বেরিয়ে আসতে এবং আত্মসমর্পণের আহ্বান জানিয়েছিল। কিন্তু, তা হয়নি। বাসিন্দারা আমাদের বলছেন, এটি নিছক হয়রানিমূলক প্রচারণা।’

আল-জাজিরার এই সাংবাদিক আরও বলেন, ‘অধিকৃত পশ্চিম তীরের জেনিন শরণার্থী শিবির বার বার অভিযানের শিকার হয়েছে। ইসরায়েলি বাহিনী শিবিরটির শান্তি বা জাতীয়তাবাদের যে কোনো প্রতীক ধ্বংস করছে।’

জেনিন শহর ও শরাণার্থী শিবিরে ইসরায়েলি অভিযান বন্ধ হয়েছে বলে জানিয়েছেন ইমরান খান। তবে, শহরটির উত্তরাঞ্চলের আল-জালামা গ্রামের ৯ যুবককে গ্রেপ্তার করা হয়েছে।

আল জাজিরার হামদাহ সালহুত জানিয়েছেন, নাবলুস, জেরিকো, রামাল্লা ও বেথেলহামেও অভিযান এবং হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। পশ্চিম তীরের উত্তর-পশ্চিমে থাকা নাবলুস শহরের বুরাক শহরে অভিযানে ২০ ফিলিস্তিনিকে গ্রেপ্তার করা হয়েছে, যার মধ্যে বেশ কয়েকজন বৃদ্ধও আছেন।



আপনার মূল্যবান মতামত দিন:


জনপ্রিয় খবর