গাজা ইস্যুতে নিরাপত্তা পরিষদে ভোটাভুটি ফের পেছালো

আন্তর্জাতিক ডেস্ক | ২০ ডিসেম্বর ২০২৩, ১২:৫৭

গাজা ইস্যুতে নিরাপত্তা পরিষদে ভোটাভুটি ফের পেছালো

আন্তর্জাতিক চাপ সত্ত্বেও গাজায় যুদ্ধবিরতি ও জিম্মি বিনিময় নিয়ে আলোচনা এখনও প্রাথমিক পর্যায়ে রয়েছে বলে জানিয়েছে বিভিন্ন সংবাদ মাধ্যম। এদিকে যুদ্ধ বন্ধের আহ্বানে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে তোলা প্রস্তাবের ওপর ভোটাভুটি আরও একদিন পেছালো।

স্থানীয় সময় মঙ্গলবার (১৯ ডিসেম্বর) এই ভোট অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। স্থগিত হওয়ার পর এখন বুধবার নিরাপত্তা পরিষদের সদস্যরা খসড়া প্রস্তাবের ওপর ভোট দেবেন।

গাজায় গেল ২৪ ঘণ্টায় ইসরায়েলি বিমান হামলায় নিহত হয়েছে আরও শতাধিক ফিলিস্তিনি। এ নিয়ে নিহতের সংখ্যা বেড়ে ১৯ হাজার ৬শ’ ছাড়িয়েছে। এ অবস্থায় যুদ্ধবিরতির চাপ বাড়লেও হামাস ও ইসরায়েলের মধ্যে আলোচনা বেশি দূর এগোয়নি, দাবি করেছে বিভিন্ন সংবাদ মাধ্যম।

সম্প্রতি পোল্যান্ডে ইসরায়েল, যুক্তরাষ্ট্র ও কাতার বৈঠক করেছে। আজ আলোচনার জন্য মিশর যাচ্ছেন হামাস প্রধান ইসমাইল হানিয়া।

এদিকে যুদ্ধ বন্ধের আহ্বানে নিরাপত্তা পরিষদে তোলা প্রস্তাবের ওপর ভোটাভুটি এ নিয়ে দু’দিন পেছালো।

গত সোমবার ভোট স্থগিত করা হয়। যুক্তরাষ্ট্র যেন নতুন করে যুদ্ধবিরতির প্রস্তাবে ভেটো না দেয় সেজন্য নিরাপত্তা পরিষদের অন্যান্য দেশগুলোর কূটনীতিকরা সেদিন মার্কিন কূটনীতিকদের সঙ্গে আলোচনায় বসেন।

আর মঙ্গলবারও দ্বিতীয়বারের মতো এই ভোটাভুটি স্থগিত করা হয়। মূলত যুক্তরাষ্ট্র এখনও এই খসড়া রেজুলিউশনের বিষয়ে আশ্বস্ত হতে পারেনি।

সংবাদ মাধ্যম বলছে, যুক্তরাষ্ট্রকে সন্তুষ্ট করতে প্রস্তাবের ভাষায় কাঁটছাট আনা হচ্ছে। সংযুক্ত আরব আমিরাতের তোলা ওই প্রস্তাবে গাজায় বাধাহীনভাবে মানবিক সহায়তা প্রবেশের সুযোগ ও স্থায়ীভাবে সংঘাত বন্ধের আহ্বান জানানো হয়।



আপনার মূল্যবান মতামত দিন:


জনপ্রিয় খবর