জাপানে চার মন্ত্রীর পদত্যাগ

আন্তর্জাতিক ডেস্ক | ১৪ ডিসেম্বর ২০২৩, ২২:৫৮

জাপানে চার মন্ত্রীর পদত্যাগ

ক্ষমতাসীন দল লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) অভ্যন্তরীণ দুর্নীতিকে কেন্দ্র করে জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা যখন আস্থার সংকটে ভুগছেন, তখনই পদত্যাগ করলেন চার মন্ত্রী

বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) পদত্যাগপত্র জমা দেন তারা।

জাপানি সংবাদমাধ্যম নিক্কেই এশিয়া জানিয়েছে, আজ বৃহস্পতিবার পদত্যাগপত্র দিয়েছেন চিফ কেবিনেট সেক্রেটারি মাতসুনো হিরোকাযু, অর্থনীতি, বাণিজ্য ও শিল্পমন্ত্রী নিশিমুরা ইয়াসুতোশি, স্বরাষ্ট্র ও যোগাযোগমন্ত্রী সুযুকি জুনজি এবং কৃষি, বন ও মৎস্যমন্ত্রী মিইয়াশিতা ইচিরো।

বিবিসি বলেছে, পদত্যাগ করা চিফ কেবিনেট সেক্রেটারি মাতসুনো হিরোকাযুকে প্রধানমন্ত্রী কিশিদার ডান হিসেবে দেখা হয়। এ ছাড়াও বরখাস্তের তালিকায় আছেন আরও পাঁচজন উপমন্ত্রী। একই সঙ্গে তাদের বিরুদ্ধে দুর্নীতির তদন্ত শুরু করেছে টোকিওর প্রসিকিউটররা।

যাদের পদত্যাগের খবর আসছে তারা গত চার দশক ধরে দেশটির ক্ষমতায় থাকা লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) সদস্য। প্রায় ৫০০ মিলিয়ন ইয়েন (৩৪ লাখ ডলার) তহবিল তছরুপের অভিযোগ উঠেছে আততায়ীর হাতে নিহত সাবেক প্রধানমন্ত্রী শিনজো আবের নেতৃত্বাধীন উপদলটির নেতাদের বিরুদ্ধে। বর্তমানে এই অভিযোগের বিষয়ে তদন্ত চলছে।

দলের তহবিল সংগ্রহে যেসব নেতা তাদের দেওয়া কোটা অতিক্রম করে অর্থ সংগ্রহ করেছেন তাদের বিরুদ্ধেই মূলত ব্যবস্থা নেওয়া হচ্ছে। এ প্রসঙ্গে এলডিপির একজন জ্যেষ্ঠ কর্মকর্তা বলেন, আপনি যদি আপনার কোটার বেশি টিকিট বিক্রি করেন, তবে বাড়তি অর্থটা আপনি নিজে নিয়েছেন বলে গণ্য হয়।



আপনার মূল্যবান মতামত দিন:


জনপ্রিয় খবর