পাকিস্তানে সামরিক ঘাঁটিতে সশস্ত্র হামলা, নিহত ২৩

আন্তর্জাতিক ডেস্ক | ১২ ডিসেম্বর ২০২৩, ১৯:২০

পাকিস্তানে সামরিক ঘাঁটিতে সশস্ত্র হামলা, নিহত ২৩

পাকিস্তানে সামরিক বাহিনীর একটি ঘাঁটিতে ভয়াবহ হামলায় ২৩ জন নিহত হয়েছেন। মঙ্গলবার (১২ ডিসেম্বর) খাইবার পাখতুনখাওয়া প্রদেশের ডেরা ইসমাইল খান জেলার একটি ঘাঁটি লক্ষ্য করে এই হামলা চালানো হয়। হামলায় আহত হয়েছেন আরও অনেকে।

ভোরে বিস্ফোরক বোঝাই একটি গাড়ি নিয়ে ডেরা ইসমাইল খান জেলার সামরিক ঘাঁটির প্রধান ফটকে ঢুকে বন্দুক হামলা চালায় জঙ্গিরা। আত্মঘাতী এই হামলার শুরুতে প্রথমেই সামরিক ঘাঁটিতে ঢুকে এক অস্ত্রধারী গুলি বর্ষণ করে। তারপর সেখানে প্রবেশ করে অন্যরা।

স্থানীয় সূত্র এএফপিকে জানিয়েছে, ঘুমন্ত অবস্থাতেই অনেকে নিহত হয়েছে। কয়েকজনের পরনে সাধারণ জামাকাপড় ছিলো বলে নিহত হওয়া সবাই সামরিক বাহিনীর কি না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

তেহরিক-ই-জিহাদ পাকিস্তান (টিজেপি) নামে একটি পাকিস্তানি গোষ্ঠী এই হামলার দায় স্বীকার করেছে। টিজেপি বলেছে, তাদের যোদ্ধারা পাকিস্তানি সেনাবাহিনীকে লক্ষ্য করে এই হামলা চালিয়েছে।



আপনার মূল্যবান মতামত দিন:


জনপ্রিয় খবর