গাজায় নিহতের সংখ্যা ১৮ হাজার ছাড়িয়েছে

আন্তর্জাতিক ডেস্ক | ১১ ডিসেম্বর ২০২৩, ১০:৫৮

সংগৃহীত ছবি

গত ২৪ ঘণ্টায় গাজার বিভিন্ন জায়গায় বিমান হামলা চালিয়ে ৩শ’ ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েলের সেনারা। আহত হয়েছে সাড়ে ৫শ’। এ নিয়ে গাজায় নিহতের সংখ্যা ১৮ হাজার ছাড়াল।

ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, মধ্য গাজার আল-মাগাজি শরণার্থী শিবির, দক্ষিণের খান ইউনিসসহ বিভিন্ন জায়গায় এই সকল হামলা চালানো হয়।

এতে গাজায় নিহতের সংখ্যা বেড়ে ১৮ হাজার ছাড়িয়েছে। নিহত এসব ফিলিস্তিনিদের অধিকাংশই নারী ও শিশু।

এদিকে, গাজায় ইসরায়েলের বিরামহীন হামলা যুদ্ধবিরতির সম্ভাবনাকে আরও ফিকে করে দিচ্ছে বলে উদ্বেগ জানিয়েছে মধ্যস্ততাকারি দেশ কাতার। গাজার বর্তমান পরিস্থিতিকে বিপর্যয়কর অভিহিত করে দ্রুত হামলা বন্ধ এবং নিঃশর্তে ত্রাণ প্রবেশের আহ্বান জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।


অপরদিকে, ইসরায়েল এবং হিজবুল্লাহর পাল্টাপাল্টি হামলা বাড়তে থাকায় লেবাননে বড় সংঘাত শুরুর সতর্কতা জারি করেছে জাতিসংঘ।


ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গে টেলিফোনে কথা বলেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। রোববারের এই ফোনালাপে গাজায় ইসরায়েলের আগ্রাসনের নিন্দা জানান রুশ এই প্রেসিডেন্ট।



আপনার মূল্যবান মতামত দিন:


জনপ্রিয় খবর