গাজায় মানবিক বিপর্যয় এড়াতে পদক্ষেপ নিলেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস। জাতিসংঘ সনদের ৯৯ ধারা জারি করে নিরাপত্তা পরিষদকে পদক্ষেপ নেয়ার আহ্বান জানিয়েছেন তিনি। স্থানীয় সময় বুধবার নিরাপত্তা পরিষদের কাছে চিঠি পাঠিয়ে সনদের ৯৯ অনুচ্ছেদ জারির আহ্বান জানান গুতেরেস।
এ ধারা অনুযায়ী, আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তার জন্য হুমকি হতে পারে এমন বিষয়ে যেকোনও পদক্ষেপ নিতে পারেন জাতিসংঘ মহাসচিব। চিঠিতে গাজায় মানবিক যুদ্ধবিরতির ঘোষণা দেয়ার জন্যও সদস্য দেশগুলোকে আহ্বান জানান গুতেরেস। এরইমধ্যে খসড়া প্রস্তাব পাঠানো হয়েছে নিরাপত্তা পরিষদে। শুক্রবার হবে ভোটাভুটি।
এদিকে, দক্ষিণ গাজার খান ইউনিস শহরে অভিযান অব্যাহত রেখেছে ইসরায়েলের স্থল বাহিনী। ঘেরাও করে রেখেছে শীর্ষ হামাস নেতা ইয়াহিয়া সিনওয়ারের বাড়ি।
গাজা কর্তৃপক্ষ বলছে, সাময়িক যুদ্ধবিরতি শেষ হওয়ার পর মাত্র এক সপ্তাহে গাজায় ইসরায়েলি হামলায় নিহত হয়েছে কমপক্ষে ১২শ’ ফিলিস্তিনি। ৭ অক্টোবরের পর থেকে এ পর্যন্ত নিহতের সংখ্যা ১৬ হাজার ২শ’ ছাড়িয়েছে। নিখোঁজ আরও ৭ হাজারের বেশি।
আপনার মূল্যবান মতামত দিন: