৭ ঘণ্টার জন্য সামরিক কার্যক্রম বন্ধের ঘোষণা ইসরায়েলের

আন্তর্জাতিক ডেস্ক | ১৫ নভেম্বর ২০২৩, ১১:১৬

সংগৃহীত ছবি

গাজা উপত্যকায় ৭ ঘণ্টার জন্য সামরিক কার্যক্রম বন্ধের ঘোষণা দিয়েছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)। উত্তর গাজা থেকে নাগরিকদের দক্ষিণে যাওয়ার জন্য এ ঘোষণা দেয় দেশটি।

স্থানীয় সময় মঙ্গলবার (১৪ নভেম্বর) সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত গাজার দক্ষিণে সালাহ আল-দিন মহাসড়ক নিরাপদ থাকবে বলে জানায়।

আইডিএফ বলেছে, আল-দারাজ এবং আল-তুফাহ এলাকার আরও দুটি সড়কে সকাল (স্থানীয় সময়) ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত সামরিক কার্যক্রম সাময়িকভাবে স্থগিত থাকবে।

গাজার বাসিন্দাদের হামাসের কাছে আত্মসমর্পণ না করার আহ্বান জানিয়ে আইডিএফ আরও বলেছে, ‘হামাস গাজার উত্তর অঞ্চলের ওপর নিয়ন্ত্রণ হারিয়েছে এবং আপনাদের দক্ষিণে যেতে বাধা দিচ্ছে। নিজেদের রক্ষা করার জন্য হামাস এসব করার চেষ্টা করছে।’



আপনার মূল্যবান মতামত দিন:


জনপ্রিয় খবর