কাঁদছে গাজাবাসী: হাসপাতালে হামলা, তিন নার্সকে গুলি করে হত্যা

আন্তর্জাতিক ডেস্ক | ১৩ নভেম্বর ২০২৩, ১৩:৩৬

সংগৃহীত ছবি

বর্বর আগ্রাসনে গাজার বড় দু'টি হাসপাতালকে অকার্যকর করে দিয়েছে ইসরাইলি বাহিনী। অভিযোগ উঠেছে, হাসপাতাল লক্ষ্য করে স্নাইপার দিয়ে গুলি করছে সেনারা। এমন অবস্থায় হাসপাতালে হামলার অভিযোগ বেমালুম অস্বীকার করেছেন ইসরাইলের প্রেসিডেন্ট আইজ্যাক হারজগ।

ফিলিস্তিনে টানা ৩৮ দিনের মতো বর্বর হত্যাযজ্ঞ জারি রেখেছে ইসরাইল। এর ধারাবাহিকতায় অব্যাহত গোলাবর্ষণে অকার্যকর হয়ে পড়া গাজার আল শিফা ও আল কুদস হাসপাতালের ভেতরে তৈরি হয়েছে চরম বিপর্যয়কর এক পরিস্থিতি। ভেতরে আটকা পড়েছেন হাজারো রোগীর স্বজনসহ হাজারো মানুষ।

মৃত্যুঝুঁকিতে আইসিইউর গুরুতর রোগী ও ইনকিউবেটর ইউনিটের শিশুরা। হামলার কারণে ১১ নভেম্বর থেকে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ায় শুধু আল শিফা হাসপাতালেই মারা গেছে ইনকিউবেটরে থাকা আরও দুই শিশুসহ অন্তত ১২ জন। আর গুলি করে হত্যা করা হয়েছে ওই হাসপাতালের তিন নার্সকে। খবর বিভিনিউজ২৪'র।

বাইরে অবস্থান নেয়া ইসরাইলি সেনারা হাসপাতালের ভেতরে থাকা; এমনকি কাছাকাছি যাওয়া বেসামরিক মানুষ লক্ষ্য করে স্নাইপার দিয়ে গুলি করছে। প্রকাশ হয়েছে অন্তত আটটি হাসপাতালে হামলার আগে-পরের স্যাটেলাইট ছবি। এরপরও গাজার হাসপাতালে হামলার অভিযোগ অস্বীকার করে ইসরাইলের প্রেসিডেন্ট হারজগ দাবি করেন, হামাসের ঘাঁটি থেকে জব্দ হয়েছে ইহুদি বিদ্বেষমূলক হিটলারের স্মৃতিকথা 'মাইন কাম্ফ'।


এদিকে, আল শিফা হাসপাতালে জ্বালানি পৌঁছানোর পরও তা তারা নেয়নি দাবি করে ভিডিও প্রকাশ করেছে ইসরাইল। যার সত্যতা অস্বীকার করেছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন-হামাস।



আপনার মূল্যবান মতামত দিন:


জনপ্রিয় খবর