জর্ডান থেকে আসা ড্রোন ভূপাতিত করার দাবি ইসরায়েলের

সময় ট্রিবিউন | ১৯ মে ২০২১, ২১:৪৫

ছবি: ইন্টারনেট

জর্ডানের দিক থেকে আসা একটি ড্রোন ভূপাতিত করার দাবি করেছে ইসরায়েল। দখলদার ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, অধিকৃত পশ্চিম তীরে জর্ডান উপত্যকা দিয়ে ড্রোনটি ইসরায়েলে প্রবেশ করেছিল। পরে সেটি ভূপাতিত করা হয়।

মঙ্গলবার (১৮ মে) এক বিবৃতিতে ইসরায়েলের যুদ্ধ মন্ত্রণালয় জানায়, জর্ডান সীমান্ত দিয়ে একটি ড্রোন প্রবেশ করছিল, এ অবস্থায় সেটিকে ভূপাতিত করা হয়েছে।দৈনিক ‘টাইমস অব ইসরায়েল’ জানিয়েছে, ড্রোনটি বেইত শাউন এলাকার দিকে যাচ্ছিল। সেনাবাহিনী ড্রোনটির ধ্বংসাবশেষ পরীক্ষা করে দেখছে। ড্রোনটি জর্ডানের দিক থেকে প্রবেশ করলেও এটি কারা পাঠিয়েছে তা স্পষ্ট নয়।

ফিলিস্তিনিদের ওপর নতুন করে সর্বাত্মক হামলা শুরুর পর থেকে ইসরায়েল সীমান্তের দেশগুলোর জনগণও ব্যাপক প্রতিবাদ জানাচ্ছে। অনেকে প্রতিবাদ হিসেবে সীমান্ত অতিক্রম করে ইসরায়েলে প্রবেশের চেষ্টা করছে।

গত ১০ মে থেকে গাজায় সর্বাত্মক হামলা চালাচ্ছে ইসরায়েলি বাহিনী। হামলায় গাজায় এ পর্যন্ত ২১২ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এর মধ্যে ৫৮ শিশু রয়েছে। অবশ্য ফিলিস্তিনিরাও ক্ষেপণাস্ত্র ছুঁড়ে ইসরায়েলি আগ্রাসনের জবাব দিচ্ছে।



আপনার মূল্যবান মতামত দিন:


জনপ্রিয় খবর