আরব নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, সৌদি আরবে দেশের সব সরকারি কাজে হিজরি সনের পরিবর্তে গ্রেগরিয়ান (ইংরেজি) ক্যালেন্ডার ব্যবহার করা হবে। তবে ইসলামি অনুষ্ঠান আয়োজনের ক্ষেত্রে হিজরি ক্যালেন্ডারই ব্যবহার করা হবে।
যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সভাপতিত্বে সৌদি মন্ত্রিসভায় এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। জানা গেছে, বিদেশি বিনিয়োগ ও পর্যটক টানতে বিভিন্ন সংস্কার কাজের অংশ হিসাবে এই পদক্ষেপ নিয়েছে সৌদি। রিয়াদের ইনস্টিটিউট অব পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনের আইনের অধ্যাপক ড. ওসামা ঘানেম আল-ওবাইদি বলেছেন, দেশের ব্যবসা-বাণিজ্যের জন্য সরকারের এই পদক্ষেপ বেশ ইতিবাচক।
আরব নিউজ তাদের প্রতিবেদনে বলেছে, বিশ্বের অন্যান্য দেশ এই ইংরেজি ক্যালেন্ডার ব্যবহার করে তাদের কার্যক্রাম চালায়, তাই ক্রম ঠিক রেখে কাজ করতে সৌদির এমন সিদ্ধান্ত যুক্তিযুক্ত।
ব্যাংকার ও অর্থনৈতিক বিশ্লেষক তালাত জাকি হাফিজ সৌদি সরকারের এই সিদ্ধান্তটিকে খুবই বুদ্ধিদীপ্ত বলে অবহিত করেছেন।
আপনার মূল্যবান মতামত দিন: