গাজায় পুনরুদ্ধার হচ্ছে ইন্টারনেট সংযোগ

আন্তর্জাতিক ডেস্ক | ২৯ অক্টোবর ২০২৩, ১৩:৪৮

সংগৃহীত ছবি

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ধীরে ধীরে ইন্টারনেট পরিষেবা পুনরুদ্ধার করা হচ্ছে। ফিলিস্তিনের টেলিকমিউনিকেশন কোম্পানি পালটেল ও গ্লোবাল নেটওয়ার্ক মনিটর নেটব্লকস রবিবার এ তথ্য জানিয়েছে।

পালটেল জানায়, ল্যান্ডলাইন, মোবাইল ও ইন্টারনেট পরিষেবা ফিরিয়ে আনার কাজ করছে তারা। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে।

সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে (সাবেক টুইটার) এক পোস্টে পালটেল জানায়, ‘আমাদের কারিগরি শাখার দক্ষ কর্মীরা নেটওয়ার্ক ফিরিয়ে আনার কাজ করছেন। ইসরায়েলের বোমা হামলায় ক্ষতিগ্রস্ত নেটওয়ার্ক অবকাঠামো মেরামত করছেন তারা।‘

এছাড়া গ্লোবাল নেটওয়ার্ক মনিটর নেটব্লকস ও এক্সে (সাবেক টুইটার) এক পোস্টে জানিয়েছে, রিয়েল টাইম নেটওয়ার্ক ডাটা থেকে বুঝা যাচ্ছে গাজা উপত্যকায় ইন্টারনেট সংযোগ পুনরায় চালু হচ্ছে।

এছাড়া বার্তা সংস্থা এএফপি’র একজন কর্মী বলেছেন, তিনি ইন্টারনেট ব্যবহার এবং লোকজনের সাথে ফোনে যোগাযোগ করতে পারছেন।

এদিকে ইন্টারনেট ও মোবাইল নেট পুনরুদ্ধার হওয়ার খবরে পরিবারের সাথে যোগাযোগের চেষ্টা করছেন গাজার বাসিন্দারা। যোগাযোগ বিচ্ছিন্ন গত ২৪ ঘণ্টাকে গত তিন সপ্তাহের মধ্যে সবচেয়ে কঠিন মুহূর্ত বলে অভিহিত করেন তারা।



আপনার মূল্যবান মতামত দিন:


জনপ্রিয় খবর