-2021-05-18-13-42-18.jpg)
ফিলিস্তিনিদের নিখুঁতভাবে হত্যা করার সব ব্যবস্থা যুক্তরাষ্ট্র করে দিচ্ছে বলে মন্তব্য করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ।ইহুদিবাদী ইসরাইলের কাছে আরো বেশি নিখুঁত সমরাস্ত্র বিক্রির যে সিদ্ধান্ত আমেরিকা নিয়েছে, তার প্রতিক্রিয়ায় তিনি এ মন্তব্য করেন।
নিজের অফিসিয়াল টুইটার পেজে গাজা উপত্যকায় ইসরায়েলি হামলার ধ্বংসলীলার ছবি প্রকাশ তিনি প্রতিক্রিয়া ব্যক্ত করেন।
জারিফ বলেন, ইসরায়েল যখন বর্বর আক্রমণ চালিয়ে ফিলিস্তিনের মানুষকে হত্যার উৎসবে মেতে উঠেছে, তখন মার্কিন সরকার আরো ৭৩ কোটি ৫০ লাখ ডলার মূল্যের ‘নিখুঁত’ ক্ষেপণাস্ত্র তেল আবিবকে দিচ্ছে, যাতে তারা আরও নিখুঁতভাবে ফিলিস্তিনের নারী শিশুসহ মানুষদের হত্যা করতে পারে।
জাতিসংঘের নিরাপত্তা পরিষদের নরম সুরের নিন্দা প্রস্তাবও পাস করতে বাধা সৃষ্টি করায় তিনি আমেরিকার সমালোচনা করেন।ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরো লিখেছেন, বিশ্ববাসী ইসরায়েল ও তার সমর্থকদের কদর্য চেহারা চিনে রাখছে।
মার্কিন কংগ্রেসের একাধিক সূত্রের বরাত দিয়ে ওয়াশিংটন পোস্ট জানিয়েছে, ইসরাইলের কাছে ৭৩ কোটি ৫০ লাখ ডলারের অস্ত্র বিক্রির অনুমোদন দিয়েছে আমেরিকা।
গাজা উপত্যকায় নারকীয় তাণ্ডবের মধ্যেই ইসরায়েলকে অস্ত্র দেওয়ার এ ঘটনায় মধ্যপ্রাচ্যে আমেরিকার ভূমিকা আবারও আলোচনায় এসছে।
আপনার মূল্যবান মতামত দিন: