সিরিয়ায় ইরানি ঘাঁটিতে পাল্টা হামলা মার্কিন যুক্তরাষ্ট্রের

আন্তর্জাতিক ডেস্ক | ২৭ অক্টোবর ২০২৩, ১৩:৪৪

সংগৃহীত ছবি

সিরিয়ায় ইরানের বিপ্লবী গার্ড কর্পস ও ইরান সমর্থিত গোষ্ঠীগুলোর একটি ঘাঁটি ও অস্ত্রাগারে হামলা চালিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র।

বৃহস্পতিবার (২৬ অক্টোবর) দিবাগত রাতে এই হামলা চালানো হয় বলে মার্কিন সামরিক কর্মকর্তা জানিয়েছেন। চলতি সপ্তাহে সিরিয়ায় মার্কিন কর্মকর্তাদের ওপর হামলার জবাবে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের নির্দেশে এই আক্রমণ পরিচালনা করা হয়েছে বলে জানানো হয়েছে।

এই হামলায় কেউ হতাহত হয়েছে কিনা তাৎক্ষণিকভাবে তা স্পষ্ট নয়।

কর্মকর্তাদের মতে, দুটি এফ-১৬ যুদ্ধবিমান নির্ভুল অস্ত্র ব্যবহার করে স্থানীয় সময় বৃহস্পতিবার দিবাগত রাত আনুমানিক সাড়ে চারটায় ইরাক সীমান্তবর্তী আবু কামালের কাছের ওই অস্ত্রাগারে হামলা চালানো হয়।

এক বিবৃতিতে মার্কিন যুক্তরাষ্ট্র জানিয়েছে, যুক্তরাষ্ট্র সঙ্ঘাত চায় না এবং বৈরিতা আর বাড়ানোর কোনো ইচ্ছা পোষণ করে না। তবে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ইরান-সমর্থিত বাহিনীর হামলা অগ্রহণযোগ্য এবং তা রুখতেই হবে।

বিবৃতিতে আরো বলা হয়, এই হামলা ইসরাইল ও হামাসের মধ্যে চলমান সঙ্ঘাতের সাথে সম্পর্কহীন। ইসরাইল-হামাস সঙ্ঘাতের ব্যাপারে আমাদের দৃষ্টিভঙ্গির কোনো পরিবর্তনও নয় এই হামলা।



আপনার মূল্যবান মতামত দিন:


জনপ্রিয় খবর