বাইডেন-সুনাকের পর ইসরায়েল সফরে যাচ্ছেন ইমানুয়েল ম্যাঁক্রো

আন্তর্জাতিক ডেস্ক | ২৩ অক্টোবর ২০২৩, ১৭:০৩

ইমানুয়েল ম্যাক্রো

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন, ব্রিটিশ প্রধামন্ত্রী সুনাকের পর এবার ইসরায়েল সফরে যাচ্ছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো। আরব নিউজ জানিয়েছে, মঙ্গলবার (২৪ অক্টোবর) তিনি ইসরায়েল সফরে যাবেন। সেখানে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু‘র সঙ্গে কথা বলবেন।

ম্যাক্রো এমন এক সময় ইসরায়েল সফরে যাচ্ছেন যখন দুই সপ্তাহের অধিক সময় ধরে গাজায় হামলা চালাচ্ছে তেল আবিব। গত ৭ অক্টোবর ইসরায়েল ভূখণ্ডে হামাসের চালানো অতর্কিত হামলায় ১৪০০ মানুষ নিহত হয়েছে। এর মধ্যে প্রায় ৩০ জন ফ্রান্সের নাগরিকও ছিল। ইসরায়েল কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে।

হামাসের হামলার পর গাজায় পাল্টা হামলা শুরু করে ইসরায়েল। তাদের দাবি এ হামলায় ১৫০০ হামাস যোদ্ধা নিহত হয়েছে। তবে দুই সপ্তাহের অধিক সময় ধরে চালানো ইসরায়েল হামলায় ৪ হাজার ৬০০ ফিলিস্তিনি নিহত হয়েছে। এরা সবাই বেসামরিক নাগরিক।

হামাসের হামলার পর ফ্রান্সের সাতজন নাগরিক এখন পর্যন্ত নিখোঁজ রয়েছে। তবে এদের মধ্যে একজন নারী হামাসের নিকট বন্দি রয়েছে বলে জানা গেছে। ম্যাক্রো বলছেন, বাকীরা হয়তো তাদের কাছে জিম্মি রয়েছে। তবে এটা নিশ্চিত নয়।


বাইডেন-ঋষি সুনাক ছাড়াও ইসরাইল ভ্রমণ করেছেন জার্মান চ্যান্সেলর ওলাফ স্কোলজ, ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি।



আপনার মূল্যবান মতামত দিন:


জনপ্রিয় খবর