দক্ষিণ আমেরিকার দেশ ইকুয়েডরে প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন ড্যানিয়েল নোবোয়া। ৩৫ বছরের নোবোয়া দেশটির ইতিহাসে সবচেয়ে কম বয়সী প্রেসিডেন্ট।
গত রবিবার ইকুয়েডরে দ্বিতীয় দফার ভোট গ্রহণ হয়। ৯০ শতাংশ ভোট গণনার পর সোমবার ইকুয়েডরের নির্বাচন কর্তৃপক্ষ নোবোয়াকে বিজয়ী ঘোষণা করে। খবর বিবিসির ।
গত আগস্টে ইকুয়েডরে প্রেসিডেন্ট নির্বাচনের প্রথম দফার ভোট হয়। তাতে কোনো প্রার্থী এককভাবে ৫০ শতাংশ ভোট পেতে ব্যর্থ হন। তাই নিয়ম অনুযায়ী, প্রথম দফার ভোটে এগিয়ে থাকা দুই প্রার্থী লুইসা ম্যাগদালেনা গঞ্জালেস ও ড্যানিয়েল নোবোয়া পরবর্তী দফার নির্বাচনে লড়েন।
এই বিভাগের অন্যান্য খবর
জনপ্রিয় খবর
আপনার মূল্যবান মতামত দিন: