হাসপাতালে নেতানিয়াহু

আর্ন্তজাতিক ডেস্ক: | ২৩ জুলাই ২০২৩, ২২:৪৩

সংগৃহীত ছবি

হৃদস্পন্দন নিয়ন্ত্রণে পেসমেকার বসানোর জন্য ফের হাসপাতালে ভর্তি হয়েছেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।

রোববার (২৩ জুলাই) এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে প্রধানমন্ত্রীর কার্যালয়।

বিবৃতিতে বলা হয়েছে, আইনমন্ত্রী এবং উপ-প্রধানমন্ত্রী ইয়ারিভ লেনিনের উপস্থিতিতে তেল হাশোমারের শেবা মেডিকেল সেন্টারে রোববার রাতে তার অস্ত্রোপচার হবে।

এক ভিডিও বার্তায় নেতানিয়াহু বলেন, ‘এক সপ্তাহ আগে হৃদযন্ত্রের ছন্দ নিরীক্ষণের জন্য আমার শরীরে হোল্টার মনিটর বসানো হয়েছিলো। ডিভাইসটি সন্ধ্যায় সংকেত দিয়েছে যে, আমার পেসমেকার প্রয়োজন। আর আমি এটি আজ রাতেই করবো। আমি বেশ ভালো আছি। কিন্তু আমার ডাক্তারের কথা শোনা উচিত। ডাক্তার আমাকে নিশ্চিত করেছেন, সোমবার সন্ধ্যার মধ্যে হাসপাতাল থেকে ছাড়া পাবো।’

প্রধানমন্ত্রীর কার্যালয় জানিয়েছে, অস্ত্রোপচার চলাকালীন বিচারমন্ত্রী ইয়ারিভ লেভিন প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করবেন।’



আপনার মূল্যবান মতামত দিন:


জনপ্রিয় খবর