দুর্বৃত্তের গুলিতে মারা গেছেন রাশিয়ার সাবমেরিন কমান্ডার

আন্তর্জাতিক ডেস্ক: | ১২ জুলাই ২০২৩, ০৬:৩০

সংগৃহীত ছবি

দুর্বৃত্তের গুলিতে প্রাণ হারিয়েছেন কৃষ্ণসাগরে রাশিয়ার সামিরক বাহিনীর একটি সাবমেরিনের একজন কমান্ডার স্তানিস্লাভ রঝিতস্কি (৪২)।

সোমবার ভোরে রাশিয়ার দক্ষিণাঞ্চলীয় শহর ক্রাসনোদরে হাঁটার সময় দুর্বৃত্তের গুলিতে প্রাণ হারান তিনি। যুদ্ধাপরাধের দায়ে ইউক্রেনের কালো তালিকায় ছিলেন এই কমান্ডার।

রাশিয়ার শীর্ষ তদন্তকারী সংস্থা বলেছে, কমান্ডার রঝিতস্কির বাসার ঠিকানা ও তার সম্পর্কে বিস্তারিত তথ্য ইউক্রেনের একটি বেসরকারি ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছিল। সেখানে তাকে ইউক্রেনের শত্রু হিসেবে আখ্যা দেওয়া হয়। মঙ্গলবার ওই ওয়েবসাইটে কমান্ডার স্তানিস্লাভের ঝুলানো ছবিতে লাল অক্ষরে লেখা রয়েছে, হত্যা করা হয়েছে।

এই হত্যাকাণ্ডের ঘটনায় ইউক্রেন জড়িত বলে সন্দেহ করেছে মস্কো। কিন্তু ইউক্রেনের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা অ্যান্টন জেরাশচেঙ্কো এক টুইট বার্তায় বলেছেন, রুশ গণমাধ্যম ইউক্রেনের দিকে আঙুল তুলেছে। তবে এই সন্দেহ যৌক্তিক কি-না, সে বিষয়ে কোনও মন্তব্য করেননি তিনি।

সূত্র: রয়টার্স।



আপনার মূল্যবান মতামত দিন:


জনপ্রিয় খবর