বাহরাইনে সড়ক দুর্ঘটনায় তিন বাংলাদেশি নিহত

সময় ট্রিবিউন | ১৬ মে ২০২১, ২১:৪২

ছবি: সংগৃহীত

বাহরাইনে সড়ক দুর্ঘটনায় তিন বাংলাদেশি নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত অপর এক বাংলাদেশিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বাংলাদেশ দূতাবাস সূত্রে জানা গেছে, শনিবার স্থানীয় সময় ভোর ৩টার দিকে জাল্লাক বিচ থেকে ঈদে ঘোরাঘুরি শেষে রাজধানী মানামায় ফেরার পথে বাংলাদেশিদের বহনকারী প্রাইভেটকারটির সঙ্গে অন্য একটি গাড়ির সংঘর্ষ হলে ঘটনাস্থলেই মারা যান তিন বাংলাদেশি।
নিহতদের দুই জনের পরিচয় জানা গেলেও অপর জনের পরিচয় নিশ্চিত করা যায়নি।

এরা হলেন- শরীয়তপুরের জাজিরা উপজেলার দক্ষিণ ডবলদিয়া কাজি কান্দি গ্রামের মজিবুর মাতব্বরের ছেলে সুজন মাতব্বর ও ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার মান্দিরপুর গ্রামের রাকিব উদ্দিনের ছেলে কে এম রুহুল রাব্বি। গুরুতর আহত চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার শ্রীপুর বাজারের জিতু বকুলের ছেলে মো. রুবেল বর্তমানে বাহরাইন মিলিটারি হাসপাতালে চিকিৎসাধীন।

বাহরাইন পুলিশ তিন বাংলাদেশির মরদেহ উদ্ধার করে সালমানিয়া হাসপাতালের মর্গে রেখেছে। বাংলাদেশ দূতাবাস জরুরি ভিত্তিতে তিন বাংলাদেশির মরদেহ দেশে পাঠাতে সব ধরনের সহযোগিতা করবে বলে সংশ্লিষ্ট কর্মকর্তা জানিয়েছেন।



আপনার মূল্যবান মতামত দিন:


জনপ্রিয় খবর