পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর ভাইয়ের মৃত্যুতে পররাষ্ট্রমন্ত্রীর শোক

সময় ট্রিবিউন | ১৬ মে ২০২১, ২০:৩৩

ছবি: ইন্টারনেট

ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাই অসীম বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। অসীম বন্দ্যোপাধ্যায় মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা যান।

শ‌নিবার (১৫ মে ) রা‌তে পররাষ্ট্র মন্ত্রণাল‌য়ের টুইট বার্তায় এ শোক প্রকাশ ক‌রেন পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মো‌মেন।
শোকবার্তায় পররাষ্ট্রমন্ত্রী অসীম বন্দ্যোপাধ্যায়ের আত্মার শান্তি কামনা করেন। একই সঙ্গে প্রয়াত ব্যানার্জির পরিবারকে এই ক্ষতি কাটিয়ে ওঠার জন্য স্রষ্টার কাছে প্রার্থনা করেন।মমতার মেজোভাই অসীম বন্দ্যোপাধ্যায় কভিড-১৯-এ আক্রান্ত হয়ে মাসখানেক ধরে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। শ‌নিবার হাসপাতা‌লে মৃত্যুবরণ করেন তিনি।

উল্লেখ্য, এর আগে পশ্চিমবঙ্গের নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায় জয়লাভ করায় গত ২ মে তাকে অভিনন্দন জানিয়ে চিঠি দিয়েছিলেন পররাষ্ট্রমন্ত্রী।



আপনার মূল্যবান মতামত দিন:


জনপ্রিয় খবর