জামিনের ২ ঘণ্টার মধ্যে গ্রেফতার পিটিআই প্রেসিডেন্ট

আন্তর্জাতিক ডেস্ক: | ২২ জুন ২০২৩, ০৮:২২

সংগৃহীত ছবি

মুদ্রা পাচারের অভিযোগে গ্রেফতার হয়েছেন তেহরিক-ই ইনসাফের অন্যতম শীর্ষ নেতা ও দলটির প্রেসিডেন্ট পারভেজ এলাহি।

বুধবার (২১ জুন) লাহোরের একটি আদালত থেকে নিয়োগ দুর্নীতি সংক্রান্ত একটি মামলার জামিন পাওয়ার দুই ঘণ্টার মধ্যে তাকে গ্রেফতার করেছে পাকিস্তানের কেন্দ্রীয় তদন্ত সংস্থা ফেডারেল ইনভেস্টিগেশন অথরিটি (এফআইএ)।

তাকে গ্রেফতারে রেড ওয়ারেন্ট (হুলিয়া) জারি করার পরিকল্পনা এফআইয়ের রয়েছে বলে জিও নিউজকে জানিয়েছে সংস্থার একটি সূত্র।

পাকিস্তানের পাঞ্জাব রাঝ্যের প্রাদেশিক আইন পরিষদের কর্মকর্তা-কর্মচারী নিয়োগে দুর্নীতিল অভিযোগে হওয়া একটি মামলার আসামি হিসেবে তিন সপ্তাহ আগে গ্রেফতার হন পারভেজ এলাহি। তারপর তার আইনজীবীরা জামিনের আবেদন করলে আদালত জামিনের নিশ্চয়তা বণ্ড হিসেবে ১০ লাখ রুপি দাবি করেন। গ্রেফতারের তিন সপ্তাহ পর মঙ্গলবার সেই টাকা আদালতে জমা দিয়ে তার জামিন নিশ্চিত করেন আইনজীবীরা।

আদালতের জামিন আদেশ ক্যাম্প জেলে পৌঁছানোর আগেই তাকে ফের গ্রেফতার দেখিয়ে লাহোরের দুর্নীতিবিরোধী আদালতে হাজির করে জিজ্ঞাসাবাদের জন্য ১৪ দিনের রিমান্ড আবেদন করে কেন্দ্রীয় তদন্ত সংস্থা। আদালত সেই আবেদন মঞ্জুর করেন।



আপনার মূল্যবান মতামত দিন:


জনপ্রিয় খবর